ডা. সাঈদ এনাম
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার

ডা. সাঈদ এনাম, লেখক
ডা. সাঈদ এনাম, লেখক

হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার একটি অদ্ভুত ব্রেইন বা মানসিক রোগ। এটা যে একটা রোগ, তা কিন্তু অনেকেই জানেন না, বোঝেন না, মানতেও চান না। এ ধরনের মানুষের বিবাহিত জীবন শুরু করতে না করতেই ভাঙনের সুর বেজে ওঠে। তখন সবাইকে অবাক করে দিয়ে তার সংসার ভেঙে চৌচির হয়ে যায়।

এ যেন ‌দুজনার দুটি পথ দুটি দিকে যায় বেঁকে।

নারী বা পুরুষ যে কারও এ রোগ হতে পারে

একটা নির্দিষ্ট বয়সের পর নর ও নারী পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হবে। এটাই মহান আল্লাহ পাকের দেওয়া। এ আকর্ষণ যদি না থাকত, তাহলে অনেক আগেই মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। তবে নির্দিষ্ট বয়স পর্যন্ত এ আকর্ষণকে নিয়ন্ত্রণ রাখতে হয়। আবার নিজেকে বিলিয়ে দেওয়া নয়, বরং সংযত থাকতে হয় ধর্মীয়, পারিবারিক ও সামাজিক শিক্ষার মাধ্যমে।

রহস্যময় এ রোগে কি হয়?

হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার রোগে আক্রান্ত ব্যক্তি যদি পুরুষ হন, তাহলে তিনি নারীদের প্রতি কোনো যৌন আকর্ষণ অনুভব করবেন না। আর যদি নারী হন, তাহলে পুরুষ মানুষের প্রতি কোনো যৌন আকর্ষণ অনুভব করবেন না।

নারী-পুরুষ দুজনেই হয়তো বন্ধু থাকবেন, পাশাপাশি থাকবেন, গল্প-গুজব করবেন, হাসবেন, মাতবেন। কিন্তু তাদের মধ্যে সামাজিক নিয়মকানুন মেনে যদি বিয়ে দেওয়া হয়, তাহলেই ঘটে বিপত্তি। হাইপো-অ্যাকটি সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডারের কারণে এই বিয়ে অল্প ক’দিনের মধ্যেই ভেঙে যাবে।

কেন এমনটা হয়?

ধারণা করা হয়, আমাদের ব্রেইনে যেসব নিউরোট্রান্সমিটার ও হরমোন যৌন উদ্দীপনা বা আগ্রহ বাড়ায়, যেমন- ডোপামিন, নর-এপিনেফ্রিন, সেরোটোনিন, টেস্টোস্টেরন, ইস্ট্রুজেন, প্রজেস্টেরন, প্রোলাকটিন ইত্যাদির অস্বাভাবিকতার জন্য এমন অবস্থা দেখা দেয়।

অনেক সময় শৈশবে বাসাবাড়িতে বা স্কুলে সমবয়সী বা ঊর্ধ্ববয়সী বিপরীত লিঙ্গের কারও দ্বারা অনলাইন বা অফলাইনে ক্রমাগত যৌন নিপীড়নের কারণেও পরিণত বয়সে যৌনতা বিষয়ে অনিস্পৃহা তৈরি হতে পারে।

এছাড়া রিলেশনশিপ প্রবলেম, ডিপ্রেশন, হাইপারটেনশন, ডায়বেটিস, ধূমপান, মদপান, কেমোথেরাপি ইফেক্ট ইত্যাদির ফলে বিপরীত লিঙ্গের প্রতি যৌনাগ্রহ মারাত্মক হ্রাস পায়।

নারী বা পুরুষ কাদের বেশি হয়?

পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি। ক্ষণিক সময় বা স্বল্পকালীন সময়ের জন্য যে কারও মধ্যে নানা কারণে বিপরীত লিঙ্গের প্রতি যৌনাগ্রহে কমতি দেখা দিতে পারে। তবে ‘হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার’ ডায়াগনোসিসের জন্য এই অনাগ্রহ একাধারে ন্যূনতম ৬ মাস থাকতে হবে এবং সেটা কোন ধরনের মেডিকেল ইলনেস বা বা নন সেক্সুয়াল মেন্টাল ডিজিজ ছাড়াই।

একটি বিষয় খেয়াল রাখতে হবে লেসবিয়ান, গে, বাইসেস্কুয়াল, ট্রান্সসেক্সুয়াল ( LGBT) আর মেইল হাইপো-অ্যাকটিভ সেক্সুয়ালি ডিজায়ার ডিজঅর্ডার (MHSDD, DSM-5 625.89 [F52.0]) বা ফিমেল সেক্সুয়াল এরোজাল ডিজঅর্ডার (FSAD) এক নয়। LGBT তে আগ্রহ থাকে, কিন্তু সেটা অনেকটা বিচ্যুত।

চিকিৎসা

মূল চিকিৎসা সাইকোথেরাপি। তবে অনেক সময় কোনো প্রকার কারণ থাকলে সে অনুযায়ী হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডারের চিকিৎসা হয়ে থাকে।

সাইকোলজিক্যাল ইস্যু থাকতে পারে এবং এ জন্য অবশ্যই সাইকোথেরাপি প্রয়োজন। এক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ফ্যামেলি থেরাপি, কাপল থেরাপি, রিলেশনশিপ প্রবলেম থেরাপি, মাইন্ডফুলনেস অত্যন্ত কার্যকরী।

এছাড়া হরমোন থেরাপি, রিপ্লেসমেন্ট, মেডিকেশন উইথড্রল, অলটারনেটিভ মেডিকেশন (যে মেডিসিন এরোজাল কমায় না), ধূমপান, মদপান বর্জন, প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল ইত্যাদি ফলপ্রসূ। ডিপ্রেশনে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজায়ার কমে যায়। এজন্য ডিপ্রেশন থেকে উপশম হয়, কিন্তু সেক্সুয়াল ডিজায়ার কমায় না, এমন এন্টিডিপ্রেসেন্ট দিতে হয়।

সমাজে অনেক শিক্ষিত সচেতন আছেন, যারা ভুক্তভোগী, তারা বোঝেন নিজের ‘হাইপো-অ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার’ আছে। এজন্য তারা বিয়ে করেন না। এমনকি বিপরীত লিঙ্গের প্রতি কোনো রিলেশনে যান না। আবার লজ্জায় বা হীনমন্যতায় এ বিষয়টি কারও সাথে শেয়ারও করেন না। আজীবন ‘চিরকুমার’ বা ‘চিরকুমারি’ থেকে যান।

সেসব শিক্ষিত সচেতন ভুক্তভোগীর উচিত হবে বিষয়টি নিয়ে লজ্জা, ভয় বা হীনমন্যতা নয়, বরং সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া। জীবন নিয়ে তাদের নতুন করে চিন্তা করা উচিত।

লেখক: ডা. সাঈদ এনাম, সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ; ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের শোক

এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি

হান্নান মাসউদের আসনে যে দলের প্রার্থী হলেন তার বাবা

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে বিশেষ মেট্রোরেল

দুপক্ষের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

খালেদা জিয়ার মৃত্যুতে মুশফিকুর রহমানের শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংক পর্ষদের দোয়া

খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন

রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে আজলিবের মতবিনিময় সভা

খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা শাওনের উদ্যোগে কোরআন খতম

১০

খালেদা জিয়ার মৃত্যুতে অঝোরে কাঁদলেন মনির খান

১১

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সনাতন পার্টির শোক

১২

রুমিন-নীরবসহ ৯ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৩

যে কারণে বহিষ্কার হলেন রুমিন ফারহানা

১৪

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে হত্যা

১৫

‘এত শীতে মানুষ কেমনে বাঁচে, পাতলা ক্যাঁথায় ঘুমই আইসে না’

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাসিমন ভবন

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক

১৮

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

২০
X