কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ
সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর মিলনমেলার প্রত্যাশা

এসএসএমসি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এসএসএমসি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পুরান ঢাকার মানুষের চিকিৎসায় নির্ভরতার প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতাল। আগামী ৮ ফেব্রুয়ারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ইতোমধ্যে বর্ণাঢ্য আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার সাবেক বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এসএসএমসি ডে ২০২৫ আয়োজনের সবশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার মানুষের জন্য একটি বিশেষ দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও পদে কর্মরত। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাড়ে তিন হাজারের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।

এদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত থাকবেন।

এসএসএমসি ডে ২০২৫ আয়োজন কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি ৮ ফেব্রুয়ারির পরিকল্পনার তথ্য তুলে ধরে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে রেজিস্ট্রেশন কিট বিতরণ শুরু হবে। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কলেজে পিঠা উৎসব হবে। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সোয়া নয়টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন থাকবে।

সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় র‍্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।

এবারের আয়োজন জুলাই ২৪ এর ছাত্রজনতাকে উৎসর্গ করা হয়েছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান, এসএসএমসি ডে ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ডা. তৌহিদুর রহমান ববি এবং সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X