কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ
সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর মিলনমেলার প্রত্যাশা

এসএসএমসি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এসএসএমসি আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পুরান ঢাকার মানুষের চিকিৎসায় নির্ভরতার প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতাল। আগামী ৮ ফেব্রুয়ারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ইতোমধ্যে বর্ণাঢ্য আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার সাবেক বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এসএসএমসি ডে ২০২৫ আয়োজনের সবশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার মানুষের জন্য একটি বিশেষ দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও পদে কর্মরত। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাড়ে তিন হাজারের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।

এদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত থাকবেন।

এসএসএমসি ডে ২০২৫ আয়োজন কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি ৮ ফেব্রুয়ারির পরিকল্পনার তথ্য তুলে ধরে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে রেজিস্ট্রেশন কিট বিতরণ শুরু হবে। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কলেজে পিঠা উৎসব হবে। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সোয়া নয়টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন থাকবে।

সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় র‍্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।

এবারের আয়োজন জুলাই ২৪ এর ছাত্রজনতাকে উৎসর্গ করা হয়েছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান, এসএসএমসি ডে ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ডা. তৌহিদুর রহমান ববি এবং সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X