কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাত ফ্রিজে কতদিন রাখা নিরাপদ? যা জানা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাত আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম একটি উপাদান। অনেক সময় রান্না করে ভাত শেষ করতে না পেরে আমরা তা ফ্রিজে রেখে দেই। কিন্তু জানেন কি, সেই ভাত ফ্রিজে কতদিন নিরাপদে রাখা যায়? ভুল করে যদি বেশি দিন রেখে তা খেয়ে ফেলেন তাহলে তা স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে।

আজ আমরা জানব ভাত কীভাবে সংরক্ষণ করবেন, কতদিন রাখা ভালো এবং কেন সঠিক যত্ন নেওয়া জরুরি। সুস্থ থাকতে চাইলে এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা খুবই দরকারি।

রান্না করা ভাত কি নষ্ট হতে পারে?

হ্যাঁ, রান্না করা ভাতও নষ্ট হতে পারে। সাধারণত, রান্না করা ভাত সর্বোচ্চ ছয় দিন পর্যন্ত ভালো থাকে। যে কোনো খাবারের মতোই, যদি সঠিকভাবে প্রস্তুত বা সংরক্ষণ করা না হয়, তাহলে ভাত নষ্ট হয়ে যেতে পারে এবং খাওয়া নিরাপদ থাকে না।

ভাত নষ্ট হয়েছে কীভাবে বুঝবেন?

নষ্ট ভাতের কিছু বিশেষ লক্ষণ থাকে যেমন:

- রং পরিবর্তন হওয়া (যেমন প্রথম রান্নার সময়ের থেকে আলাদা রঙ)

- টেক্সচারে পরিবর্তন, যেমন বেশি নরম হওয়া

- অস্বাভাবিক বা কটু গন্ধ

- খেতে অস্বস্তিকর স্বাদ

কেন ভাত খেলে অসুস্থ হতে পারেন?

ভাতে কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা সঠিকভাবে সংরক্ষণ ও গরম না করলে অসুস্থতা ডেকে আনতে পারে। রান্না করা ভাতে সাধারণত ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামক ব্যাকটেরিয়া থাকতে পারে। এটি মাটিতে থাকে এবং একটি বিষ উৎপাদন করে যা পেটে সংক্রমণ ঘটায়।

যখন রান্না করা ভাত ঠান্ডা না করে ফ্রিজে রাখা হয় না বা বারবার গরম করা হয়, তখন এই ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় এবং উৎপাদিত বিষ মারাত্মক হতে পারে কারণ গরম করেও এই বিষ ধ্বংস হয় না।

ভাত খেয়ে খাবার বিষক্রিয়া কেমন হয়?

যখন নষ্ট ভাত খাওয়া হয়, তখন এটি খাবার বিষক্রিয়ার কারণ হতে পারে। খাবার বিষক্রিয়া এমন একটি রোগ যা দূষিত খাবার বা পানীয়ের কারণে হয়। এতে বমি, ডায়রিয়া, জ্বর, পেটের পেশি ব্যথা হতে পারে।

বিশেষ করে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্ত্বা মহিলা বা পাঁচ বছরের নিচের শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। এমনকি অনেক সময় খাবার বিষক্রিয়া মৃত্যুর কারণও হতে পারে।

ভাত রান্নার পদ্ধতি

বিভিন্ন ধরনের ভাত রান্নার পদ্ধতি ভিন্ন হতে পারে- সাদা ভাত, ব্রাউন রাইস, জাসমিন ভাত বা বাসমতী ভাত ইত্যাদি। ভাত সিদ্ধ বা ভাপা যেতে পারে এবং রান্নার সময় ১৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত লাগতে পারে।

রান্না করা ভাত সংরক্ষণের টিপস

- রান্না করা ভাত গরম অবস্থায় দুই ঘণ্টার বেশি রাখলে ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে, তাই ফ্রিজে রাখা উচিত।

- ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) বা তার বেশি তাপমাত্রায় রান্না করা ভাত এক ঘণ্টার বেশি রাখা উচিত নয়।

- ভাত ঠান্ডা হয়ে গেলে তা বন্ধ পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হবে।

- ফ্রিজে ৪০ ডিগ্রি ফারেনহাইট (৪ ডিগ্রি সেলসিয়াস) বা তার নিচে রেখে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ভাত ভালো থাকে।

- ফ্রিজ ফ্রিজারে সংরক্ষিত ভাত ৩ থেকে ৪ মাস পর্যন্ত ভালো থাকে।

ভাত গরম করার নিয়ম

ভাত গরম করার সময় শুধু একবার গরম করা উচিত। অবশিষ্ট ভাত গরম করার জন্য একটি পরিবেশনের পরিমাণ আলাদা করে গরম করুন, পুরো ভাতের গুচ্ছ বার বার গরম করা নিরাপদ নয়। গরম করার সময় ভাতের অভ্যন্তরীণ তাপমাত্রা কমপক্ষে ১৬৫ ডিগ্রি ফারেনহাইট (৭৪ ডিগ্রি সেলসিয়াস) হওয়া উচিত যাতে ব্যাকটেরিয়া মারা যায়।

ভাতের অবশিষ্টাংশ নিরাপদে খাওয়ার জন্য সঠিক সংরক্ষণ ও গরম করার নিয়ম মেনে চলা জরুরি। ভাত ফ্রিজ থেকে বের করে এক ঘণ্টার বেশি গরম না করে রেখে দেওয়া যাবে না। ভাত নষ্ট হয়েছে কিনা তা দেখতে হলে এর গন্ধ, রং, টেক্সচার এবং স্বাদ পরীক্ষা করুন। নষ্ট ভাত খেলে খাবার বিষক্রিয়া হতে পারে, যা কখনো কখনো মারাত্মক হতে পারে।

সুতরাং, রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ ও গরম করলে এটি নিরাপদ ও পুষ্টিকর খাবার হিসেবে উপভোগ করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু

চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে সিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে ‘গায়েবানা জানাজা’

রাজধানীতে মা-মেয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

জবিতে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

‘জিপিএ ৫ এর পেছনে দৌড়াতে-দৌড়াতে শিক্ষাব্যবস্থার ১২টা বেজে গেছে’

সারজিসের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ

১০

মেয়ের মোবাইল চুরি, রাস্তায় দেয়াল তুলে বসালেন তারকাঁটা

১১

এসিআই পিএলসিতে নিয়োগ, পাবেন লাভের ভাগসহ নানা সুবিধা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৩

শহীদদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ

১৪

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না : মির্জা ফখরুল

১৬

কোথায় এবং কীভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ

১৭

রাশিয়ার প্রশান্ত মহাসাগর উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১৮

দুই ভাইয়ের এক বউ, অদ্ভুত এ ঘটনার কারণ কী

১৯

আগামী ৫ দিন কোন কোন এলাকায় ভারি বর্ষণ হতে পারে? জেনে নিন

২০
X