কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারতের মনিপাল হাসপাতাল

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চায় ভারতের মনিপাল হাসপাতাল।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।

এতে জানানো হয়, মনিপাল হাসপাতাল ডিজিটাল রোবোটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি, সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল, এসিএলএস এবং বিএলএস প্রশিক্ষণ, হাতের পরিচ্ছন্নতা সম্পর্কিত অভ্যাস, সুচের আঘাত থেকে প্রতিরোধ, বায়ো-মেডিকেল ওয়েস্ট প্রশিক্ষণ, ব্যারিয়ার নার্সিং টেকনিক, নিরাপদ ইনফিউশন সম্পর্কিত অনুশীলন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরা অনুশীলন ও চাপজনিত ঘা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের চিকিৎসক, নার্স, মিডিয়া কর্মী, নারী সংগঠন এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অন্যান্য কর্মীদের চিকিৎসাসেবাবিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

এই প্রোগ্রামগুলোর লক্ষ্য হলো সবার জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করা।

প্রতিষ্ঠানটি জানায়, এ ছাড়াও স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল, প্রবীণদের কার্ডিয়াক স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে করণীয়, ব্যক্তিগত ফিটনেস লেভেল পর্যবেক্ষণ, স্তন ক্যানসার সচেতনতা এবং নারী স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা এবং কর্মশালা রয়েছে।

মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব বলেন, গত কয়েক বছর ধরে, আমরা রোগীদের আরও ভালো সেবা প্রদানের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করার এবং প্রতিরোধমূলক অনুশীলনের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির দ্রুত উন্নতি সাধন হচ্ছে, চিকিৎসকরা নিজেদের সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে নিজেদের ভালোভাবে দক্ষ করে তুলছেন কি না তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ শুধু আমাদের বিশেষজ্ঞদেরই নয়, সমগ্র বিশ্বের সব চিকিৎসা কর্মীদের যে কোনো পরিস্থিতি নিখুঁতভাবে পরিচালনা করতে এবং রোগীদের প্রয়োজনগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত করার জন্য সতর্কতার সঙ্গে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামগুলো বাংলাদেশের মেডিকেল সদস্যদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং হাসপাতালের প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করতে সহায়তা করবে। তিনি বলেন, ভালো কোনো বিষয় প্রচারে মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে। বাংলাদেশের মিডিয়ার সঙ্গে এক হয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, মনিপাল হাসপাতাল দীর্ঘ ৭০ বছর যাবৎ স্বাস্থ্যসেবা দিচ্ছে। মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য আছেন তাদের হেলথ কার্ডের ব্যবস্থা করবেন। এজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের থেকে ভারতে চিকিৎসা সেবা ভালো হবে এমন একটা আস্থার জায়গা আমাদের মাঝে তৈরি হয়েছে। তবে কমবেশি খারাপ অভিজ্ঞতাও আমাদের রয়েছে। বাংলাদেশের অনেক রোগী ভারতের ভিসা পেতে কিছু জটিলতায় পড়তে হয়। পাশাপাশি সম্প্রীতি অবহেলাজনিত কারণে ভারতে বাংলাদেশি একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে মনিপাল হসপিটাল কর্তৃপক্ষের বিশেষ নজর কামনা করছি।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, মনিপাল হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এ প্রশিক্ষণটা আমাদের স্বাস্থ্যসেবায় যারা জড়িত আছেন তাদের সমৃদ্ধ করবে। আমি মনিপাল হাসপাতালকে একটা সুপারিশ করব, পাবলিকে হেলথ বিষয়ে একজন সাংবাদিকের যা যা জানা দরকার এসব বিষয়ে যদি বিশেষজ্ঞরা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমরা সাংবাদিকরা উপকৃত হব। আমি আশা করব, মনিপাল হাসপাতালের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন ভারতের মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার আঞ্চলিক প্রধান (সার্ক) রাম গোপাল বর্ধন ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার চিফ ম্যানেজার ডা. অরুণ চক্রবর্তী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে গুগল 

লোকালয়ে মেছোবাঘ, অতঃপর...

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

একযোগে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

যে হাতে সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখি, সে হাতেই হাতকড়া : সাংবাদিক পান্না

আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা 

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

সংকটে তাঁতশিল্প, কাজ হারিয়েছেন লক্ষাধিক

লাল না সবুজ আপেল, কোনটা বেশি উপকারী?

১০

ইঞ্জিন চালু করতেই আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে

১১

ক্রিকেটে ‘ফিরছেন’ শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

১২

টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, পুলিশ হেফাজতে ২ চিকিৎসক

১৩

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

১৪

নির্বাচনী রোডম্যাপে জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

১৫

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

১৬

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

১৭

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

১৮

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

১৯

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

২০
X