চবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষক সমিতির নির্বাচন সোমবার, ১১ পদে ২২ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভবন। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল)। নির্বাচনে ১১ পদের বিপরীতে লড়বেন ২২ জন প্রার্থী।

এর আগে গত ২১ এপ্রিল নির্বাচন পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষক সমিতি নির্বাচন কমিশন। এর আগে ২১ মার্চ মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা।

এবার আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ দল থেকে ১১ পদে পূর্ণ প্যানেল ঘোষণা করলেও বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশগ্রহণ করছেন না নির্বাচনে।

আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট চলবে। একই দিনে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে বিজয়ী প্রার্থীদের নাম।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ১১ পদের বিপরীতে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সভাপতি পদে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। সহসভাপতি পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন। কোষাধ্যক্ষ পদে আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল। সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ ওমর ফারুক। যুগ্ম সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাবলু ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।

এ ছাড়া ৬ সদস্য পদের বিপরীতে লড়ছেন ১২ প্রার্থী। তারা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. অনিমেষ বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এ এস এম বোরহান উদ্দীন, দর্শন বিভাগের এফ এম, এনায়েত হোসেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের পারভীন সুলতানা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, আরবি বিভাগের ড. মুহাম্মাদ নুর হোসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী ও চারুকলা ইনস্টিটিউটের সুফিয়া বেগম।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ ও নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় নির্বাচনে অংশগ্রহণ করেননি বলে জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে যেভাবে নিয়োগ বাণিজ্য ও দলীয়করণ করা হচ্ছে তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই।

নির্বাচনের সার্বিক প্রস্তুতির নিয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. এমদাদুল হক জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকাও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সুষ্ঠু ও সফল একটি নির্বাচন হবে বলে আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেল মেয়ে, দুশ্চিন্তায় রিকশাচালক পিতা

মুখস্থ শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

বহুমুখী শিক্ষায় সীমাখালী ইসলামিয়া ক্যাডেটের ঈর্ষণীয় সাফল্য

অংকে ফেল করায় গলায় ফাঁস নিল কিশোরী

ইসরায়েলে পুলিশ-জনগণ সংঘর্ষ, ভয়ংকর বিপদে নেতানিয়াহু

পা দিয়ে লিখেই এসএসসি পাস করল সিয়াম

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ

গ্রিন রোড থেকে রিকশার গ্যারেজ উচ্ছেদ, যান চলাচলে ফিরেছে স্বাচ্ছন্দ্য

মাগরিবের নামাজের নিয়ম ও নিয়ত

১০

‘তাপমাত্রা কমাতে নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে’ 

১১

চাশতের নামাজের নিয়ম, নিয়ত ও ফজিলত

১২

মা দিবসে এক ফিলিস্তিনি মায়ের সংগ্রামের গল্প

১৩

ছেলের সঙ্গে এসএসসি পাস করলেন দুই ইউপি সদস্য মা ও খালা

১৪

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের অভিনন্দন 

১৫

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা

১৬

এশার নামাজের নিয়ম ও নিয়ত

১৭

নবীনদের চাকরির সুযোগ দিচ্ছে আখতার গ্রুপ

১৮

যোহরের নামাজের নিয়ম ও নিয়ত

১৯

বিএনপি নেতার কাছে ‘বিক্রি’ আ.লীগ-জাপার তিন প্রার্থী

২০
X