স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় বিশাল জনবল নিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনর্নিয়োগের এ বিজ্ঞপ্তিতে ছয় ক্যাটাগরির বিভিন্ন গ্রেডে মোট ১৪৩ জনকে স্থায়ী/অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পযর্ন্ত।
চলুন, একনজরে দেখে নিই নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫
পদের নাম ও বিবরণ
১. পরিসংখ্যানবিদ
পদসংখ্যা : ৮
আবেদনে যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. স্টোরকিপার
পদসংখ্যা : ৭
আবেদনে যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১৪
আবেদনে যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা : ১০৮
আবেদনে যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস হতে হবে
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. গাড়িচালক
পদসংখ্যা : ৪
আবেদনে যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা : ২
আবেদনে যোগ্যতা : এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বয়সসীমা : ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য হতে হবে।
আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা
১. আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
২. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
মন্তব্য করুন