সিনেমা আর কল্পকাহিনার ভেতর আমরা প্রায়ই দেখি, বিশাল কোনো প্রাণী মুহূর্তেই মানুষকে গিলে ফেলছে। ভয়, উত্তেজনা, থ্রিল— সবই থাকে একসঙ্গে। কিন্তু কি জানেন, এসব কেবল সিনেমার গল্প নয়? বাস্তব পৃথিবীতেও এমন কিছু প্রাণী আছে যারা পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে।
অবশ্য, এমন ঘটনা খুবই বিরল। তবে বিভিন্ন দেশে ইতিহাস ও দস্তাবেজে এমন দুর্ঘটনার খবর মিলেছে। কেউ কখনো অজান্তে বা ভুলবশত এই বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হলে পরিস্থিতি কল্পনার বাইরে চলে যেতে পারে। তাই বন্যপ্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শে যাওয়া বিপজ্জনক, আর দূরত্ব বজায় রাখা খুব জরুরি।
চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি প্রাণী সম্পর্কে, যারা শারীরিক সক্ষমতা ও আকারের কারণে একজন মানুষকে পুরোপুরি গিলে ফেলার ক্ষমতা রাখে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই মানুষের ওপর আক্রমণ বিরল, তবে সতর্ক থাকা সর্বদা জরুরি।
১. স্পার্ম হোয়েল
গভীর সাগরের এই বিশাল প্রাণীটি মূলত বড় স্কুইড শিকার করে। এদের গলা এতটাই বড় যে, একজন মানুষ সহজেই এর ভেতর ঢুকে যেতে পারে। যদিও মানুষ গিলে ফেলার কোনো ঘটনা নথিভুক্ত নেই, তবে ভুলবশত এমন দুর্ঘটনা ঘটা অসম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা।
২. হাম্পব্যাক হোয়েল
এই তিমি ‘ফিল্টার ফিডার’ নামে পরিচিত। এরা বড় হাঁ করে মুখের ভেতর প্রচুর পানি নিয়ে ছোট ছোট প্রাণী ছেঁকে খায়। হাম্পব্যাক তিমি সাধারণত বড় প্রাণী খায় না, কিন্তু অসাবধানতাবশত মানুষ এদের মুখের ভেতরে ঢুকে যেতে পারে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেপ কডে একজন ডুবুরি একটি হাম্পব্যাক তিমির মুখের ভেতরে ঢুকে পড়েছিলেন, তবে তিমিটি ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়।
৩. রেটিকুলেটেড পাইথন
মানুষকে গিলে ফেলার সবচেয়ে পরিচিত উদাহরণ হলো এই সাপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই পাইথন লম্বায় ২৫ ফুট পর্যন্ত হতে পারে। এদের চোয়াল এতটাই নমনীয় এবং শরীর এতটাই প্রসারিত যে, নিজের মাথার চেয়েও বড় শিকার সহজেই গিলে ফেলতে পারে। ২০১৭ সালে ইন্দোনেশিয়ার পাম তেলের বাগানে একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার দেহ ২৩ ফুট লম্বা একটি পাইথনের পেটের ভেতর পাওয়া যায়।
৪. গ্রিন অ্যানাকোন্ডা
দক্ষিণ আমেরিকার এই সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এদের শিকারের তালিকায় ক্যাপিবারা, কাইম্যান, এমনকি জাগুয়ারও থাকে। যদিও মানুষ গিলে ফেলার কোনো নিশ্চিত ঘটনা নেই, তবে বিশেষজ্ঞদের মতে এদের বিশাল আকার ও শক্তি একজন মানুষকে গিলে ফেলার জন্য যথেষ্ট।
৫. লবণাক্ত পানির কুমির
পৃথিবীর বৃহত্তম সরীসৃপ হলো লবণাক্ত পানির কুমির । এদের বিশাল দাঁত এবং শক্তিশালী চোয়াল মানুষের ওপর হামলার জন্য যথেষ্ট। সাধারণত এরা শিকারকে টুকরো করে বা ডুবিয়ে মারে, তবে ছোট আকারের মানুষ হলে পুরোটা গিলে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
৬. জলহস্তী
আফ্রিকার অন্যতম মারাত্মক প্রাণী হলো জলহস্তী। এরা যদিও মাংস খায় না, কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক। এদের বিশাল মুখের ভেতর মানুষের শরীরের ওপরের অংশ অনায়াসে ঢুকে যেতে পারে। ১৯৯৬ সালে জিম্বাবুয়েতে একজন গাইডকে একটি জলহস্তী মুখে পুরে নিয়েছিল, যদিও তিনি বেঁচে ফিরেছিলেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন