অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম এখন অনেকের কাছেই পরিচিত একটি বিষয়। এটি এমন এক ধরনের ছবি বা ভিডিও, যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ প্রকাশ করে।
সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্ম এ ধরনের ছবি দেখে মজা তো পানই, সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টাও করেন। এতে মস্তিষ্কের সৃজনশীলতা যেমন বাড়ে, তেমনি দৃষ্টিশক্তিও পরীক্ষিত হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি অপটিক্যাল ইলিউশন- কেউ দেখছেন একজন নারী, আবার কারও চোখে ধরা পড়ছে একজন বৃদ্ধকে। অথচ প্রথম দর্শনেই এই ছবিটি লুকিয়ে রেখেছে একটি গভীর বার্তা : আপনি কেমন মানুষ। আপনার মানসিকতা কেমন, অর্থাৎ ব্যক্তিত্ব কেমন।
দৃষ্টিভ্রমের ধারণা নতুন নয়। এটি মূলত আমাদের চোখ ও মস্তিষ্কের সমন্বয়ে বিভ্রান্তি তৈরি করে। তবে কিছু ছবি শুধু বিভ্রম সৃষ্টি করে না, বরং মানুষের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্বও প্রকাশ করে।
ভাইরাল হওয়া এই ছবিটিও সেই ধরণেরই। যদিও অনেকেই এটিকে নিছক বিনোদন বলে উড়িয়ে দেন, মনোবিজ্ঞান কিন্তু তা মানতে নারাজ।
যদি আপনি প্রথমে একজন বৃদ্ধকে দেখেন
আপনি যখন এই ছবিটি দেখেন, যদি প্রথমেই একজন বৃদ্ধকে দেখতে পান, তাহলে বোঝা যায় আপনি একজন কোমল, অনুভবশীল মানুষ। আপনি অন্যের অনুভূতিকে অত্যন্ত চমৎকারভাবে অনুভব করতে পারেন।
এমন মানুষ প্রায়ই তাদের মস্তিষ্কের ডান পিঠ ব্যবহার করেন বেশি। ডানটি হলো সৃজনশীল অংশ, যা আপনাকে শিল্পী বা সৃজনশীল ব্যক্তিতে পরিণত করে।
যদি আপনি প্রথমে একজন নারীকে দেখেন
আপনি যদি প্রথমে নারীর ছবি দেখতে পান, তাহলে আপনি তুলনামূলকভাবে অধিক চিন্তাশীল এবং বিশ্লেষণক্ষম, এমনকি কিছুটা হিসেব‑নিকেশ করে কাজ করেন; একজন বৃদ্ধকে দেখা মানুষের চেয়েও।
আপনি সম্ভবত আপনার মস্তিষ্কের বাম অংশ বেশি ব্যবহার করেন। তবে আপনার ঠাণ্ডা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ইতিবাচক কাজে ব্যবহার করুন। মানুষের ভিতরে ভালো কিছু বিশ্বাস করার ইচ্ছাকে, মানুষকে নিরাময় করার প্রবণতাকে, ও একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখার দিকটিকে দমন করার চেষ্টা করবেন না।
ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়?
সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।
মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’
ছবি দেখে আপনি কী দেখলেন? বৃদ্ধ না নারী? হয়তো তা নিছক মজার প্রশ্ন মনে হতে পারে, কিন্তু সেটিই আপনাকে নিজেকে চিনতে সাহায্য করতে পারে। আপনিও কি নিজের উত্তর পেয়েছেন?
এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা কোন দলে?
সূত্র : এই সময় অনলাইন
মন্তব্য করুন