কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:৫৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

পদ্মা সেতু। ছবি : সংগৃহীত
পদ্মা সেতু। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান কারফিউর কারণে বর্তমানে পদ্মা সেতুতে যান চলাচল অনেক কমে গেছে।

স্বাভাবিক সময়ে এ সেতু দিয়ে প্রতিদিন গড়ে যেখানে ১৯ হাজার ১৬৮ যান পারাপার হতো, সেখানে এখন প্রতিদিন গড়ে পারাপার হচ্ছে মাত্র তিন হাজার যানবাহন। প্রতিদিন টোল আদায় হচ্ছে ৪০ লাখ টাকার মতো। অথচ স্বাভাবিক সময়ে সেতুটি থেকে গড় টোল আদায় হতো ২ কোটি ২০ থেকে ৪০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পদ্মা সেতু থেকে গড় রাজস্ব আয় প্রায় ২ কোটি টাকা কমে গেছে।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশের মতো পদ্মা সেতুতেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মাওয়া প্রান্তে সেতুর উত্তর থানার কাছে ব্যারিকেড দেয়ার চেষ্টা করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর আন্দোলনকারীরা অবস্থান নেয় পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তার গোলচত্বরে। পরে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয় তাদের। এরপর আর কোনো চ্যালেঞ্জ না এলেও সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরদিন শুক্রবার (১৯ জুলাই) সেতুতে বিজিবি মোতায়েন করা হয়। শনিবার (২০ জুলাই) থেকে সেতুর সার্বক্ষণিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেতুর নিরাপত্তায় কাছেই স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস।

এ ছাড়া পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট রয়েছে জাজিরায়। মাওয়া প্রান্তেও রয়েছে শেখ রাসেল সেনানিবাসের একটা অংশ। সেতুর স্থলভাগ ছাড়াও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। জলে ও স্থলে সেতুর সবখানেই সবরকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

এদিকে পদ্মা সেতুতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে গুজব ছাড়ানো হচ্ছে। তবে সেনাবাহিনী বলছে, টোল প্লাজা তো দূরের কথা দুর্বৃত্তরা সেতুর ধারে কাছেও যেতে পারেনি। ফলে এক মিনিটের জন্যও বন্ধ হয়নি সেতুর যান চলাচল। অবশ্য কারফিউর কারণে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে সিডিউল অনুযায়ী সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে কারফিউর কারণে খাদ্যবাহী ট্রাক, পিকাপভ্যান, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যান চলাচল করছে। কিছু মোটারসাইকেলও চলছে। নিরাপত্তার স্বার্থে যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি ট্রলারসহ আটক ২২

উন্নত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য জাতীয় কৌশল উপস্থাপিত

আসিফের দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ

বিএনপি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

চট্টগ্রামে ফিউচারিস্টিক বিডির ‘করপোরেট ফুটসাল কার্নিভাল’

বিএনপির ভোলা সদর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

পরকীয়া ফাঁস, ১১ তলা থেকে পাইপ বেয়ে পালালেন তরুণী

ক্লান্ত হয়ে আকাশ থেকে পড়ল হিমালয়ান শকুন

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে : প্রধান বিচারপতি

আসিফের ‘নতুন যাত্রা’ নিয়ে সারজিসের মন্তব্য

১০

সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

১১

পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

১২

যেসব আসনে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

১৩

জবি শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

১৪

নৌপরিবহন উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, নাম প্রকাশের দাবি

১৫

এক যুগ আগে গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন

১৬

তপশিলের পর অনুমোদনহীন সমাবেশের বিষয়ে কঠোর ব্যবস্থা : ডিএমপি

১৭

ভূমিকম্পে হেলে পড়া ভবনের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করল রাজউক 

১৮

প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বাস্তুচ্যুত প্রায় ৫০ লাখ মানুষ : আইওএম

১৯

পুরোনো স্মার্টফোনই হয়ে উঠবে সিসিটিভি, খরচ বাঁচাতে জানুন পদ্ধতি

২০
X