সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলনের মাঝে যারা গুজব, মিথ্যা তথ্য এবং অপপ্রচার করেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভিন্ন আন-ভেরিফায়েড ফেসবুক পেজ, গ্রুপ, কনটেন্ট ক্রিয়েটরদের পেজ, ইউটিউব চ্যানেল প্রকাশিত কনটেন্ট তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশের আইনের প্রতি জবাবদিহিতায় ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র মাধ্যমে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে পলক বলেন, তাদের প্রতিনিধিদের স্বশরীরে উপস্থিত হতে বলা হবে চিঠিতে।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী পলক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের দিকটি তুলে ধরে পলক বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাদেরকে এগুলো সরাতে বললেও তারা সরায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারও কাছে জবাবদিহিতা নেই। একেক দেশের জন্য একেক রকম আচরণ করে। মিয়ানমারে যখন মুসলিমদের ওপর সহিংস আক্রমণ হয়, যেজন্য আজ লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তখন তারা চুপ থাকে। আবার বাংলাদেশের সময় সহিংস কনটেন্ট দেশের বাইরে থেকে বুস্ট হচ্ছে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লক্ষ লক্ষ ডলার আয় করছে, আর আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলার আয়ের জন্য তারা সবকিছু করছে। যেকোনো একটা পেইজ থেকে যেকোনো কিছু পোস্ট করা হচ্ছে। নিউ মিডিয়া এবং নিউজ মিডিয়ার মধ্যে পার্থক্য করা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমকে বাংলাদেশের আইনের আলোকে জবাবদিহিতার আওতায় আনার উল্লেখ করে পলক বলেন, ফেসবুক আমেরিকার সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে। তেমনি বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ ও নিরাপত্তা বিবেচনা করে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থ উপার্জনের জন্য কোন কিছুর তোয়াক্কা করবে না, এটা আমরা মানতে পারি না। নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া নাগরিকদের কোনো স্বার্থ রক্ষায় তারা সচেষ্ট না।

আলোচনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে স্বশরীরে প্রতিনিধি পাঠানোর উল্লেখ করে চিঠি দেওয়া হবে জানিয়ে পলক আরও বলেন, বিটিআরসি’র মাধ্যমে আগামী রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হবে। ৩ দিন বা ৭ দিন সময় দিয়ে একটা নির্দিষ্ট দিনে তাদেরকে স্বশরীরে প্রতিনিধি পাঠাতে বলা হবে। তারা যদি প্রতিনিধি পাঠায় তাহলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি না পাঠায়, তাহলে আমরা আমাদের মত ব্যবস্থা নেবো। সেক্ষেত্রে ‘রেস্ট্রিকশন’ করা হতে পারে।

গুজব প্রচারে দেশিয় কনটেন্ট ক্রিয়েটরদেরও মনিটরিং করা হবে উল্লেখ করে পলক বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা চলমান যার শুনানি রয়েছে আগামী ২৭ জুলাই। সেই মামলায় কী রায় আসে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে সোশ্যাল মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েটদের মনিটরিং করা হচ্ছে। তাদের কারোরই কোন জবাবদিহিতা নেই। তারা তো নিবন্ধিত না, সংবাদ মাধ্যম না, যাচাইকৃত উৎস না। তারা ফেসবুকে একটা জিনিস দেখেই শেয়ার করে দিচ্ছে, যা ইচ্ছে হলো পোস্ট করে দিলো। তারা মনে করছে, ফেসবুকই একটা নিউজ মিডিয়া। এজন্য ফেসবুকেরও দায় আছে। তারা শুধু অর্থ আয়ের জন্য জান-মাল, আইন, ধর্মীয় মূল্যবোধ কোন কিছুর তোয়াক্কা করবে না, এটা একটা দায়িত্বশীল সরকার হিসেবে মেনে নিতে পারি না।

দেশিয় উদ্যোক্তাদের ফেসবুক-ইউটিউবের মতো কোন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা থাকলে সরকার তাতে সহায়তা করবে উল্লেখ করে পলক বলেন, ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশের অর্থ বাইরে চলে যাচ্ছে। দেশের কনটেন্ট, ডাটা বাইরে যাচ্ছে। অথচ দেশেই যদি এমন কোন প্ল্যাটফর্ম থাকতো তাহলে বিজ্ঞাপনের অর্থ, ডাটা ও কনটেন্ট দেশেই থাকতো। মূল ধারার অনেক গণমাধ্যম এখন ওটিটি’র মত ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরি করছে। এভাবে যদি দেশেই কোনো প্ল্যাটফর্ম করা যায়, আর এমন যদি কোনো আইডিয়া কোনো উদ্যোক্তার থাকে তাহলে সরকার সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X