কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে তিন জেলায় চলবে ট্রেন 

পুরোনো ছবি
পুরোনো ছবি

কাল থেকে শুরু হচ্ছে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল। তবে স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। ঢাকাসহ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে কারফিউ চলাকালীন সময়ে সীমিত পরিসরে ট্রেন পরিচালনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বেশি দূরত্বে পণ্যবাহী ট্রেন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে।

কোটাবিরোধী আন্দোলন শুরুর পর সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। টানা ১৪ দিন পর আবারও ঘুরতে যাচ্ছে ট্রেনের চাকা। তবে আন্তঃনগর ট্রেনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। মোবাইল ইন্টারনেট সেবা সচল হওয়ায় চলতি সপ্তাহেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮ জুলাইয়ের পর সারা দেশে কিছু তেলবাহী ট্রেন বিজিবি নিরাপত্তায় চলাচল করলেও পণ্যবাহী ও যাত্রীবাহী সেবা বন্ধ ছিল। গত মঙ্গলবার রেলমন্ত্রীর সভাপতিত্বে রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে থেকে ট্রেন চালানোর ঘোষণা আসে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পাঁচ জোড়া মালবাহী কনটেইনার ট্রেন চলাচল করবে।

কমলাপুর থেকে কয়টি যাত্রীবাহী ট্রেন চলবে এ নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। রাত সাড়ে ৭টার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শাহ আলম শিশির কালবেলাকে জানান, সকাল সাতটায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। প্রথম দিনে তুরাগ, তিতাস ও নারায়নগঞ্জ কমিটিউটার ট্রেন চলবে। নারায়নগঞ্জ, জয়দেবপুর ও ভৈরব হয়ে ব্রাক্ষণবাড়িয়া পর্যন্ত এই তিন ট্রেন চলাচল করবে। এরমধ্যে জয়দেবপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রেন যাবে ও আসবে। তিন থেকে চারবার নারায়নগঞ্জ পর্যন্ত ট্রেন চলবে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আন্দোলনে দেশের বিভিন্ন এলাকায় লাইন ও ট্রেন ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। এ ঘটনার পর গত ২৪ জুলাই থেকে স্বল্প দূরত্বে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। শেষ পর্যন্ত নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে সড়ে আসে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর, ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া পথের কমিউটার ট্রেনগুলো প্রথম পর্যায়ে চলবে। পর্যায়ক্রমে অন্যান্য রুটের ট্রেন চলাচল বাড়বে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে। বৃহস্পতিবার থেকে একবার আসা-যাওয়া করবে। ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন যাতায়াত করে। শুরুতে সর্বোচ্চ চারবার আসা-যাওয়া করতে পারে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।

রেলের পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) কয়েকটি পথে ট্রেন চলাচল করতে পারে। এর মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে কমিউটার ট্রেন। এ ছাড়া ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী পর্যন্ত কমিউটার ট্রেন চালুর কথা রয়েছে। এর বাইরে রাজশাহী থেকে রাজবাড়ী ও ফরিদপুরের পথেও লোকাল ট্রেন চলতে পারে। চট্টগ্রাম থেকে দোহাজারি পথে ট্রেন চালানোর পরিকল্পনা আছে রেল কর্তৃপক্ষের।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে সারা দেশে চলে ৫৬ জোড়া ট্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

কিশোরগঞ্জে ৬০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

টাঙ্গুয়ার হাওরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষার্থী

১১ বছর ধরে বিদ্যালয়ে আসেন না সুমন, কাজ করান আরেকজনকে দিয়ে

ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 

লিভারপুল তারকা দিয়োগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

১০

জুলাইয়ে আসছে একাধিক নিম্নচাপ

১১

চাঁনখারপুলে ৬ জন হত্যায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৩

নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় : মির্জা ফখরুল 

১৪

ইরান-ইসরায়েল সংঘাত / আরবদের চোখে দুদেশই পরাজিত

১৫

‘জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ’

১৬

থানায় হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩ 

১৭

‘মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী’

১৮

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন

১৯

ক্লাব বিশ্বকাপ আর না হতে দিতে বদ্ধপরিকর লা লিগা সভাপতি

২০
X