রাজধানীর মোহাম্মদপুরে ৩ রাস্তার মোড় দখল নিয়েছে আন্দোলনকারীরা।
আজ রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা ৩ রাস্তার মোড় ও রিংরোডের দখল নিয়ে বিক্ষোভ শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১২টার সময় ৩ রাস্তার মোড় থেকে সড়কের চারদিকে দড়ি বেঁধে বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝখানে আন্দোলনকারীরা দাঁড়িয়ে শেখ হাাসিনার পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
অন্যদিকে মোহাম্মদ বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থা নিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন