জিগাতলা মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার ( ০৪ আগস্ট) দুপুরের দিকে জিগাতলা মোড়ের নিকটে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দিকে আন্দোলনকারীরা এলে দলের নেতাকর্মীরা ধাওয়া দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের একটা অংশ সীমান্ত স্কয়ারের কাছাকাছি আসলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সামনে এগিয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবের দিকে চলে যায়। এ সময় এলোপাতাড়ি ইটপাটকেল, ককটেল নিক্ষেপ করতে দেখা যায়। দুপক্ষের হাতেই ছিল লাঠিসোঁটা।
মন্তব্য করুন