রাজধানীর বাংলামোটর এলাকায় আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। দুপক্ষের ধাওয়া পালটাধাওয়ায় এবং সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকাটি। মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ সময় সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (০৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে সংঘর্ষ শুরু হয়। কাওরান বাজার থেকে বাংলামোটর পর্যন্ত আওয়ামী লীগ এবং শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
এর আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
মন্তব্য করুন