ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. আব্দুর রহমান এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসাইন।
সোমবার (৩১ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং ডিসিডিএস এর চিফ মডারেটর প্রফেসর ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) মো. সিরাজুল হোসাইন, সহ-সভাপতি (বিতর্ক ও কর্মশালা), আরিফ হাসান, সহ-সভাপতি (তথ্য ও গবেষণা) তোফায়েল আহমেদ শাহাদাত হোসাইন।
যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব , যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা, বাংলা) আহনাফ জিনান, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা, ইংরেজি) গাজী মাহতাব, যুগ্ম-সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক আবু বকর সাঈম, বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক এ এস এম সায়েম, প্রচার সম্পাদক রবিউল চোকদার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ শাহজালাল, প্রকাশনা সম্পাদক আরমান হোসেন, লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক আল-আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্ণব ঘোষ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাগর খান, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক তৌহিদ অন্তর, পাঠাগার সম্পাদক অনিক কুমার রায় ও কার্যনির্বাহী সদস্য হিসেবে পদ পেয়েছেন ইমরান হোসাইন, মোঃ মিজানুর রহমান, ইবনে মসউদ স্বরূপ এবং আহসান ফয়েজ প্রমুখ।
মন্তব্য করুন