কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সফলভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের আশা ডিএসসিসি প্রশাসকের

সিটি করপোরেশন প্রশাসক ড. মুহ. শের আলী। ছবি : কালবেলা
সিটি করপোরেশন প্রশাসক ড. মুহ. শের আলী। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নিয়মিত কর্মসূচির মাধ্যমে এডিস মশার প্রজননস্থল নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণের আশা করছেন সিটি করপোরেশন প্রশাসক ড. মুহ. শের আলী।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম তদারকি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে এ আশার কথা জানান প্রশাসক।

ডিএসসিসি প্রশাসক বলেন, এডিস মশার লার্ভা বিনষ্ট এবং জীবন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর তালিকা ও ঠিকানা অনুযায়ী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই বিশেষ কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয় তা আপনারা প্রত্যক্ষ করেছেন। এ ছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম আরও সুন্দর, সুষ্ঠু এবং সুচারুভাবে করার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত এবং বিশেষ কর্মসূচি পরিচালনা করে চলেছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে এবার সফলভাবে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করতে পারব বলে আমরা আশাবাদী।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এ বছরের প্রাকৃতিক পরিবেশ অনুকূলে ছিল উল্লেখ করে ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, আপনারা জানেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এডিস মশা বেঁচে থাকতে পারে না। এ বছর একটি নির্ধারিত সময় পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ফলে, মশার ডেনসিটি অনেকটাই কমে গেছে এবং পরিবেশ-পরিস্থিতি আমাদের জন্য অনেকটাই অনুকূলে ছিল। আমরা আশাবাদী, এ বছর কোনো সমস্যা হবে। কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করব।

এর আগে দক্ষিণ সিটির প্রশাসক ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম ফেসবুক লাইভের মাধ্যমে প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব আহমেদ, সিস্টেম এনালিস্ট মো. আবু তৈয়ব রোকন, নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১০

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১১

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১২

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৩

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৪

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৫

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৬

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৭

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৮

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

১৯

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

২০
X