জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) নতুন পরিচালক হলেন অর্থোপেডিক্স সার্জারির অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান।
রবিবার (৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার পর ডা. কাজী শামীম উজজামান তার অনভূতি প্রকাশ করতে গিয়ে জানান প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে কাজ চালিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সরকারপ্রধান বিভিন্ন দিক বিবেচনায় আমাকে এ রকম সম্মানিত পদে আসীন করেছেন, এতে আমার দায়িত্ব বেড়ে গেল। নিটোরে আমাকে ঘিরে কর্তৃপক্ষের সব প্রত্যাশা পূরণে আমি সর্বাধিক চেষ্টা করব।’
কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সাবজেক্ট, আমার প্রতিষ্ঠান ও আমাদের দেশের মানুষের সেবায় নিজেকে সর্বোচ্চ মেলে ধরব, অর্পিত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করব।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কাজ করার কারণে নিটোরের সামগ্রিক চিত্র আমার নখদর্পণে আছে। ফলে প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সর্বোচ্চ মেধা ও মনন দিয়ে কাজ চালিয়ে যাব এবং এ কাজ আমার জন্য সহজসাধ্য হবে।
মন্তব্য করুন