কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতিতে নিটোরের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি। ছবি : কালবেলা
নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি। ছবি : কালবেলা

ভাতা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে ভাতার দাবিতে নিটোরে গত সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি চলে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সেক্রেটারি মো. আব্দুর রহমান জানান, নিটোর পরিচালক দাবিগুলো শোনার পর ইন্টার্ন ভাতার বিষয়ে জানান, নিটোরের ফান্ড থেকে ইন্টার্ন ভাতা দেওয়া সম্ভব নয়, এখতিয়ার বহির্ভূত। কাজটি মন্ত্রণালয়ের, তারা এ বিষয়টি দেখবে।

এরপর শিক্ষার্থীরা জানান, আমরা কোথাও যাব না আমাদের নিটোর প্রশাসন এগুলো সমাধান করবে। পরে নিটোরের পরিচালক সুষ্ঠু সমাধান না দিয়েই চলে যান। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যালয় অবরুদ্ধ করে রাখেন।

এর আগে নিটোর পরিচালক মন্ত্রণালয়ে থাকায় যুগ্ম পরিচালক, অ্যাকাডেমিক পরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাবের) গুরুত্বপূর্ণ কয়েকজনসহ হাসপাতালের ঊর্ধ্বতন সবাই উপস্থিত ছিলেন। তারা বলেছেন, পরিচালক স্যারের অনুপস্থিতিতে এই বৈঠকটা আনঅফিসিয়াল। তোমাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এ নিয়ে পরিচালক স্যারের সঙ্গে কথা বলব বলে আশ্বাস দেন।

আন্দোলনকারীরা জানান, গত আট মাস ধরে এই বৈষম্যের অবসান চেয়ে একাধিকবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিটোর কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীরা যোগাযোগ করেছে। চিকিৎসা পেশায় কাজ করা অন্য ইন্টার্নদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সম্মানজনক ভাতা দিতে হবে। তবে দায়িত্বশীল সংস্থাগুলোর মধ্যে এই বিষয়ে দায় চাপানোর প্রবণতা এবং বারবার আশ্বাস দিয়ে দীর্ঘসূত্রতা তৈরির কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দিন দিন বাড়ছে।

সবাই দাবি যৌক্তিক বললেও কেউই আমাদের এই অধিকারগুলো আদায়ে সাহায্য করেনি। এমনকি আমাদের পরিচালক স্যারও সময় চেয়েছেন, কিন্তু বিগত পাঁচ-ছয় মাসে কোনো অগ্রগতি আসেনি। শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার নিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরে ৮ মাস শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সর্বশেষ চিকিৎসা শিক্ষার পরিচালক মহিউদ্দিন মাতাব্বর বলেছেন, তোমাদের ভর্তি পরীক্ষাও আমরা নেই না, ভর্তিও আমরা করাই না। নিটোর প্রশাসন করে, তোমরা তাদের কাছে চাও। দিনের পর দিন এভাবে তাদের শুধু ঘোরানো হচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ এসব মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে না। আন্দোলনকারীদের মতে, এটা শুধু অর্থনৈতিক দাবি নয়, বরং এটা সম্মান ও পেশাগত স্বীকৃতির লড়াইও।

শিক্ষার্থীরা জানান, তারা বাধ্য হয়ে পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের ইন্টার্ন ভাতা দেওয়া হবে, তারা এখানেই অবস্থান করবে। এখানে সবাই সবার অধিকারের জন্য এসেছে। এ কর্মসূচি চলবে। অধিকার আদায়ের আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।

প্রসঙ্গত, বাংলাদেশের চিকিৎসা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিটোরে প্রতিবছর শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শাখা ফিজিওথেরাপি এর শিক্ষার্থীরা সরকারি চিকিৎসা শিক্ষানীতির আওতায় না পড়ায় তাদের ভাতা সংক্রান্ত একটি স্পষ্ট নীতিমালা এখনো গঠিত হয়নি। ফলে এমবিবিএস, বিডিএস চিকিৎসকদের মতো ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা কোনো সম্মানি পান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখনো মাথা নত করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

ভিসিকে কুয়েট শিক্ষকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাক সীমান্তে কূটনৈতিক তাপ, মঞ্চে ভারতের ‘রিট্রিট’

সাম্য হত্যা ও শাওনকে হামলায় জড়িতদের বিচারের দাবি রাবি ছাত্রদলের

চসিক প্রকৌশলীকে পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযানে মিলল সত্যতা

হান্নান মাসউদ ‘কান্ডে’ বিব্রত এনসিপি, হচ্ছে তদন্ত 

রাখাইনে মানবিক করিডোর : কৌশলগত সুযোগ না ভূ-রাজনৈতিক ঝুঁকি?

সিলেটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টারলিংকের ইন্টারনেট নিয়ে যেসব তথ্য জানা প্রয়োজন

অর্থনৈতিক অঞ্চল, কারখানায় সন্ত্রাসী হামলায় জিরো টলারেন্স

১০

বোনকে উত্ত্যক্ত করায় মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

১১

গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল যুক্তরাজ্য

১২

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান

১৩

পিছু হটছে ভারত-পাকিস্তান সেনারা

১৪

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে-বিপ‌ক্ষে মিছিল

১৫

সিলেট ও কক্সবাজার থেকে ফ্লাইট চালানোর আগ্রহ এয়ার এরাবিয়ার

১৬

বিশ্বাসের পক্ষে জীবন্ত উপন্যাস ড. আ জ ম ওবায়েদুল্লাহ : ডা. শফিকুর রহমান

১৭

সুযোগ পেয়েও অর্থাভাবে আইন বিভাগে পড়ার স্বপ্ন মলিন মোস্তাফিজুরের

১৮

আগে বিচার তারপর নির্বাচন : ড. রেজাউল করিম

১৯

চাকরি ছাড়লেন ৫ এএসপি

২০
X