কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

ফেসবুক লাইভে কথা বলেন খান তালাত মোহাম্মদ রাফি। ছবি : সংগৃহীত
ফেসবুক লাইভে কথা বলেন খান তালাত মোহাম্মদ রাফি। ছবি : সংগৃহীত

নিরাপত্তাঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি। বুধবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক লাইভে এসে এই উদ্বেগ জানান তিনি।

ফেসবুক লাইভের ক্যাপশনে রাফি বলেন, ‘আমাদের নিরাপত্তাঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’

এ সময় তিনি বলেন, ‘হয়তো বেঁচে থাকার কথা ছিল না। অথচ এখন কথা বলতে পারছি। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদের বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সারজিস ভাই, হাসনাত ভাইসহ। আমাদের সাথে তিনটা গাড়ি ছিল। আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমরা ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। হাসনাত ভাই-সারজিস ভাই একটা গাড়িতে ছিলেন, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা ও ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। আমরা পেছনে, সামনে ওই গাড়িটা ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সামনের গাড়িকে চাপা দেওয়া হয়। যখন ট্রাক আসতে দেখেছে, তখনই গাড়িটা ব্রেক করা হয়। কিন্তু গাড়ি ব্রেক করা স্বত্তেও ট্রাক চাপা দেওয়া হয়।’

রাফি আরও বলেন, ‘গাড়িতে ট্রাকচাপা দেওয়ার পরও আরও দুটি বাইক দিয়ে চাপা দেয় গাড়িকে। এ সময় ড্রাইভারকে ধরে জিজ্ঞেস করা হলে সে বলে, আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলেন। মামলা দেবেন? দিন। মানে সে ভিত্তিহীন কথা বলতে থাকে। পরে আমরা জানতে পারি যে ট্রাকটি চাপা দেয়, সেই চালক হলো আওয়ামী দোসর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়? আমার শুরু থেকে বলে আসতেছি, দিন নাই রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে যে সমস্যা হচ্ছে, আমরা যাচ্ছি। কথা বলতেছি। কিন্তু কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য। যার প্রতিফিলন আজ আপনারা দেখেছেন।’ এ সময় তিনি এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে বলে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

কারাগারে হাজতির মৃত্যু

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

১০

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

১১

ব্র্যাকে চাকরির সুযোগ

১২

ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৩

আ.লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

১৪

আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল

১৫

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

১৬

শিবচরের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

১৭

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

১৮

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

১৯

রাজধানীতে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন অনুষ্ঠিত

২০
X