বাসস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

শরীরে ছররা গুলি নিয়ে ব্যথায় দিন কাটাচ্ছেন সোবহান

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত আব্দুস সোবাহান ও তার পরিবার। ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত আব্দুস সোবাহান ও তার পরিবার। ছবি : সংগৃহীত

আব্দুস সোবাহানের শরীরে এখনো অংসখ্য ছররা গুলির ক্ষত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছোঁড়া ছররা গুলিতে আহত হয়ে এখনো ব্যথায় কাতরাচ্ছেন তিনি।

আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন সোবাহান (৪০)। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে সাভার থানার মুক্তির মোড় এলাকায় বিকেল ৪টায় দিকে বিজয় মিছিলে অংশ নেন তিনি। এ সময়ে মারমুখী পুলিশের ছোঁড়া ছররা গুলি তার সারা শরীরে বিদ্ধ হয়। একইসঙ্গে গুলিবিদ্ধ হয় তার ছেলে ইমন ইসলামও। বর্তমানে আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে শরীরে থাকা ছররা গুলি নিয়ে নিজের বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটছে তার।

সোবহানের বাড়ি মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলার ছেলে। ডিপ্লোমা ব্রান্ডের গুঁড়ো দুধ কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরির সুবাদে থাকতেন ঢাকার সাভার এলাকায়। পরিবার নিয়েই থাকতেন তিনি।

স্বৈরাচার সরকার পতনের পর ছেলে ইমন ইসলাম (১৪) ও স্ত্রী সাগরিকাকে নিয়ে যোগ দেন আনন্দ মিছিলে। সেখানেই তার সারা শরীরে পুলিশের ছোঁড়া ছররা গুলি বিদ্ধ হয়।

আহত সোবহান জানান, ঢাকার সাভার এলাকার মুক্তির মোড়ে স্ত্রী সাগরিকা ও ছেলে ইমন ইসলামকে সাথে নিয়ে মিছিলে যোগ দেন তিনি। মিছিল চলাকালে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করার জন্য ছররা গুলি ছোঁড়ে। এ সময় তার শরীরে অসংখ্য ছররা গুলি লাগে।

তিনি বলেন, আমার সন্তানও গুলিবিদ্ধ হয়। ছররা গুলি আমার দুই পায়ে, বুকে, পিঠেসহ সারা শরীরে লাগে। এ সময় আমার ছেলের ঠোঁটে ও নাভিতে গুলি লাগে। তবে আমার স্ত্রী অক্ষত ছিল। সে সুস্থ আছে।

গুলিবিদ্ধ হবার পর ডিপ্লোমা ব্রান্ডের গুঁড়া দুধ কোম্পানির সেলসম্যানের চাকরি ছেড়ে দিয়েছেন সোবহান। এখন অর্থ সংকটে পড়েছেন তিনি। বর্তমানে তার ডান পায়ে ইনফেকশন দেখা দিয়েছে। চলতে ফিরতে তার সমস্যা হচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে আহত হবার পর তিনি সাভার এনাম মেডিকেল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেলসহ সোহরাওয়ার্দী হাসপতালে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ মাগুরা ২৫০ শয্যার হাসপতালে চিকিৎসা নিয়ে বর্তমানে গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সোবহান।

এদিকে শরীরের বিভিন্ন অংশে ছররা গুলি থাকায় যন্ত্রণায় হাঁটা চলায় কষ্ট হচ্ছে তার। রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। এখন শরীরে থাকা গুলি বের করতে অপারেশন করতে হবে। এর জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু বসতবাড়ি ছাড়া অন্য কোন জমি বা সম্পদ নাই যা বিক্রি করে তিনি চিকিৎসা করাবেন। বর্তমানে আর্থিক সংকটে দিন কাটছে সোবহানের।

তিনি বলেন, আমি যেন ভালো চিকিৎসা পেয়ে সুস্থ হতে পারি, পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বাঁচতে পারি এ জন্য সকলের সহযোগিতা চাই।

আব্দুস সোবহানের স্ত্রী সাগরিকা বলেন, আন্দোলন শুরু হলে আমার স্বামী সন্তানসহ আমরা আন্দোলনে অংশ নেই। গত ৫ আগস্ট আমার স্বামী ও সন্তান পুলিশের ছোঁড়া ছররা গুলিতে বিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখন অর্থের অভাবে মাগুরাতে নিজ বাড়িতে রয়েছি। আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। এ অবস্থায় সংসার চালানো ও স্বামী সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

তিনি সরকারের কাছে তার স্বামী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল জায়গায় স্বাক্ষরে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সেন্ট ফিলিপস্ হাইস্কুল অ্যান্ড কলেজের প্ল্যাটিনাম জুবিলী উদযাপন

বাংলাদেশের কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার আবেদন করা উচিত?

সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জিবি না দেওয়ায় অটোচালককে মেরে নাক ফাটাল যুবক

মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের সভাপতি লিটন ও সম্পাদক বাবুল

মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

১০

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

৭০০ কৃষকের নামে মামলা, প্রতিবাদে মশাল মিছিল

১২

সেই নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৩

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ

১৪

ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য : ফরিদুল ইসলাম

১৫

মাদুরোকে কোথায় নেওয়া হবে জানালেন ট্রাম্প

১৬

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

১৭

শীত নিয়ে আবার দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৮

তথ্য পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত ডিনকে ছুটি

১৯

দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে : সালাহউদ্দিন

২০
X