কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে যে পরামর্শ দিলেন দুই কংগ্রেসম্যান

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রিচার্ড ম্যাককোরমিক ও এডওয়ার্ড কেইস। ছবি : কালবেলা
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রিচার্ড ম্যাককোরমিক ও এডওয়ার্ড কেইস। ছবি : কালবেলা

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপিও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না। তবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

রোববার (১৩ আগস্ট) সফররত মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এমন অবস্থান জানিয়েছেন।

বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে চা-চক্র ও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস।

এ বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী), জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য শেরিফা কাদের, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আক্তার, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য হারুনুর রশিদ।

এ সময় পিটার হাস ছাড়াও মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তা ম্যাথিউ বেহ এবং উপরাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কর্মকর্তা আর্তুরো হিনেস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী পরিবেশ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাদের নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আমাদের দাবির কথা জানিয়েছি। এটাও বলেছি, একদলীয় শাসনের অধীনে গত দুটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী জানিয়েছি। তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।

শেরিফা কাদের জানান, বৈঠকে কংগ্রেসম্যানরা সার্বিক নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। তারাও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। আমরা আমাদের মতো করে বিষয়গুলো উপস্থাপন করেছি। সেইসঙ্গে বলেছি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে।

সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিএনপির সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মনে করে, দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিক সিদ্ধান্ত ও ঐকমত্য থাকলে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন সম্ভব। সরকার বা নির্বাচন কমিশন চাইলে সহিংসতা ছাড়া নির্বাচনের বিষয়ে ‘গ্যারান্টি’ দেওয়া যায় না।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রিচার্ড ম্যাককোরমিক ও এডওয়ার্ড কেইস আগামী নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা এবং সংকট সমাধানে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জবাবে ড. মোমেন সরকারের এই অবস্থান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ, মোহাম্মদ এ. আরাফাত এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, কংগ্রেসম্যানরা নির্বাচনের কথা বলেছে। আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে বিশ্বাস করে, নির্বাচনমুখী দল। কংগ্রেস সদস্যরা বলেছে, বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ আছে কি না। আমরা বলেছি, তাদের দাবি সরকারের পতন হবে, তারপরে নির্বাচন করবে, সেটির সঙ্গে আমাদের সমঝোতার কোনো স্কোপ নেই।

সমঝোতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র কোনো ধরনের ‘ফর্মুলা’ দিচ্ছে না। রিপাবলিক কংগ্রেস সদস্য বলেছেন, তারা সমঝোতা করেন। আমরা বলেছি, আমাদের এখানে ঐকমত্য করার মতো কোনো দাবি-দাওয়া কারও কাছে নেই। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের বিরোধী দল (বিএনপি) তো নির্বাচনের কোনো খবরই রাখে না। তারা চায় সরকার পতন। সরকার পতনের ইস্যু সংলাপে যাওয়ার মতো কোনো টপিক নয়।

এসময় দুই কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, ‘তোমাদের দেশে (যুক্তরাষ্ট্রে) কি নির্বাচনের সময়ে সরকারের পতন হবে? নিশ্চয়ই না। এ ধরনের দাবি করলে কি তোমরা আলোচনা করবে? নিশ্চয়ই না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করবো এবং সেটিতে সবাই অংশগ্রহণ করুক এটি আমরা চাই। কে জিতবে না জিতবে সেটি জনগণের ওপর নির্ভর করবে।’

দুই কংগ্রেসম্যানের সঙ্গে রোহিঙ্গা ইস্যু ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

চীনের ‘খপ্পরে’ পড়েছে বাংলাদেশ : বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে কি না তা জানতে চেয়েছেন দুই কংগ্রেসম্যান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি হয়। পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে। তবে এসব কোনোটিই সত্য নয় জানিয়েছি।

ড. মোমেন বাংলাদেশ চীনের ভেতরে যাচ্ছে না বলে দুই কংগ্রেসম্যানকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের ঋণের এক শতাংশের মতো চীন থেকে নেওয়া। এটি কোনো বড় বিষয় নয়।

নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক : আজ সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দুই কংগ্রেসম্যান ম্যাককোরমিক ও কেইস।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, সেন্টার ফর গর্ভনেন্স স্ট্যাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক ও চ্যানেল আই’র তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, আলোকচিত্র শিল্পী শহিদুল আলম, নারীনেত্রী শিরিন হক এবং আর্টিকেল নাইন্টিনের আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল।

এর আগে দুই কংগ্রেসম্যান গত শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। রোববার সকালে তারা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আগামীকাল সোমবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান, আন্দোলনে নতুন মোড়

প্রিন্স মামুনের সেলুন কেনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

১১

সাদাপাথরে যে সৌন্দর্য ফিরবে না আর

১২

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

১৩

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

১৪

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

১৫

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৬

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

১৭

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

১৮

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

১৯

সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

২০
X