বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

২৩৩ কোটি টাকার বালু লোপাট: কালবেলার প্রতিবেদনে তদন্ত কমিটি গঠন

২৩৩ কোটি টাকার বালু লোপাট: কালবেলার প্রতিবেদনে তদন্ত কমিটি গঠন

দৈনিক কালবেলায় গত ৯ জুন ‘ব্রহ্মপুত্রের ২৩৩ কোটি টাকার বালু লোপাট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। তিন সদস্যের গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার সদর, সহকারী কমিশনার (ভূমি) সদর ও নির্বাহী প্রকৌশলী বিআইডব্লিউটিএ। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

বুধবার (১৪ জুন) ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ৯ জুন ‘ব্রহ্মপুত্রের ২৩৩ কোটি টাকার বালু লোপাট’ সংক্রান্ত সংবাদ দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে তদন্ত কমিটি জেলা প্রশাসক, ময়মনসিংহ কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে নাব্য সংকটের মুখে দেশের অন্যতম নদ ব্রহ্মপুত্র। তাই এটিসহ গুরুত্বপূর্ণ চার নদনদী রক্ষায় উদ্যোগ নেয় সরকার। ২০১৮ সালে ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর।

সম্প্রতি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন করে বালু উত্তোলন করা হয়। প্রকল্প কার্যালয়ের হিসাব অনুযায়ী, ১১৩ কোটি ঘনফুটের বেশি বালু তোলা হয়েছে। যার অর্থমূল্য ২৫০ কোটি টাকার বেশি। অথচ বালু বিক্রি করে মাত্র ১৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে জেলা প্রশাসন। বেশিরভাগ বালুর এখন হিসাব নেই কারও হাতেই।

অভিযোগ উঠেছে, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অবহেলায় বেশিরভাগ বালুই লুটপাট হয়ে গেছে। রাতের আঁধারে নদীর পাড়ে জমানো বালু বিক্রি করেছে অসাধু মাটি ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতারা। এর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন জড়িত থাকারও অভিযোগ রয়েছে। অথচ এ ঘটনায় দায় নিতে চায় না কেউ। নানা কথা বলে বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ বলছে, প্রকল্প তাদের হলেও নদী থেকে উত্তোলন করা বালু রক্ষণাবেক্ষণসহ নিলামে বিক্রির দায় জেলা প্রশাসনের। আর উপজেলা পর্যায়ে যেসব স্থানে বালু রাখা হয়েছিল, তা সংরক্ষণ করে বিক্রির দায়িত্ব ইউএনওদের। পুরো কাজের সমন্বয় করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। তবে ইউএনওরা এর দায় এড়াতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১১

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১২

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৪

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৬

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৭

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৮

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৯

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

২০
X