কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই বিপ্লব ইসলামপ্রিয় লেখক ও সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে’

মানারাত ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বর্ষপূর্তিতে ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা
মানারাত ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বর্ষপূর্তিতে ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা

দেশের কয়েকটি বড় বড় পত্রিকার দিকে খেয়াল করলে দেখা যায়, বাংলাদেশের পারিপার্শ্বিকতায় বিশিষ্টজন হতে হলে ভারতপন্থি ও ইসলামবিদ্বেষী হতে হবে। ৫ আগস্টের জুলাই বিপ্লব আমাদের দেশের ইসলামপ্রিয় লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দেশের প্রথিতযশা ৩ সম্পাদককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১২তম বর্ষপূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনাপ্রাপ্ত ৩ সম্পাদক হলেন- দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামানের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক বলেন, নব্বই শতাংশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এ দেশের ইসলামপ্রিয় লেখক ও সাংবাদিকরা তাদের মেধার মূল্যায়ন পান না। এক্ষেত্রে ওআইসিরও কোনো ভূমিকা নেই। মুসলিম লেখকরাও পশ্চিমা বিশ্বের দেওয়া পুলিৎজার কিংবা নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে আছেন তাদের মেধার মূল্যায়নের জন্য। এটাই মুসলিম বিশ্বের ব্যর্থতা। এ কারণে আমাদের আবুল আসাদ ও আলমগীর মহিউদ্দীনের মতো প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদকরা মূল্যায়ন পান না।

৫ আগস্টের পরে এ বৃত্ত ভাঙার সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য। আমি মনে করি মানরাত ইউনিভার্সিটি সেই বৃত্ত ভাঙার চেষ্টা করছে আজকে সম্পাদকদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে।

বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস জানতে হলে সম্পাদকদের এ লড়াই জানতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ১/১১ এর সময় একটা ভারতের দালাল সরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে, সেই সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। কিন্তু আমি তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে নয়া দিগন্তে সম্পাদকীয় পাতায় লিখতে শুরু করি। এ জন্য ডিজিএফআইয়ের হুমকি-ধমকির মুখেও পড়তে হয়েছিল নয়া দিগন্ত কর্তৃপক্ষকে। তারা হুমকি উপেক্ষা করে আমার লেখা ছাপিয়েছিল।

তিনি দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধুমাত্র ইসলামপ্রিয় মানুষ হওয়ার কারণে মেধার সঠিক মূল্যায়ন পাননি।

অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ বলেন, আমাদের দেশে যে অসত্য বা হলুদ সাংবাদিকতার কথা বলা হয় এ জন্য দায়ী সাংবাদিকরা নন। এ জন্য দায়ী যারা সাংবাদিকদের খাটান বা আরও ওপরে আছেন তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আজকে সংবর্ধনা দেওয়া দেশের প্রথিতযশা ৩ গুণী সম্পাদকের মাঝে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। এজন্য আমরা তাদের সংবর্ধনা দিতে পেরে কৃতজ্ঞ।

সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব সংবর্ধনাপ্রাপ্ত তিন সম্পাদককে জীবন্ত কিংবদন্তি উল্লেখ করে বলেন, তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার বা বলার নেই। তারা বাংলাদেশ তথা এশিয়ার সাংবাদিকতার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। আগামী দিনে তারা তাদের কলমকে শাণিত করে আরও উচ্চকিত কণ্ঠে জাতিকে পথ দেখাবেন আশা করছি।

এর আগে ৩ সম্পাদকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। এ সময় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

দুদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার এবং মিলনমেলা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢামেকে রোগী ভাগাভাগি নিয়ে দালাল চক্রের দুই গ্রুপের সংঘর্ষ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৫ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

বঙ্গোপসাগরের সাড়ে ৪ কেজির কালো পোয়া ৭২ হাজারে বিক্রি

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় হাতির পিঠে চড়ে কলেজ অধ্যক্ষের রাজকীয় বিদায়

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে: টুকু

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না: নীরব

বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, নেপথ্যে ‘থ্রি ইডিয়টস’র সেই ফুনসুখ ওয়াংড়ু!

১০

ফায়ারফাইটার নূরুল হুদার জানাজা সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

১১

ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বাড়ছেই

১২

সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

১৩

তামিম-ফারুককে নিয়ে রহস্যে ঘেরা অভিযোগপত্রে তোলপাড় বিসিবি নির্বাচন

১৪

পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে লিটন খেলবেন কি?

১৫

কালবেলার নামে ভুয়া ফটোকার্ড 

১৬

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন জাকের

১৭

পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল

১৮

দুদকে ৯১ কনস্টেবল পদের বিপরীতে আবেদন দেড় লাখ

১৯

ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, ডজনের বেশি আহত

২০
X