কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ : বাসস এমডির অপসারণের আলটিমেটাম

বাসস কার্যালয়ের সামনে সাংবাদিক নেতাদের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
বাসস কার্যালয়ের সামনে সাংবাদিক নেতাদের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অপসারণ চেয়ে ১৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (০৫ মার্চ) বাসস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। বাসস এমডির বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ডিইউজেকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনীহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়।

পূর্বঘোষিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় বক্তারা অবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারণ দাবি করে বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিগত বছরগুলোয় বিভন্ন সোস্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেওয়া স্ট্যাটাসের উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্ট-এর সেই দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারি এমডিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান নোতার।

সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারণ করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, বাসস’র সাবেক ইউনিট চিপ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহসভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহসভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজে’র প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী, ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এস এম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১০

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১১

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১২

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৩

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৪

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৫

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৬

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৭

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৮

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

২০
X