কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘কোরআন-সুন্নাহ ও তাকওয়াভিত্তিক জীবন গঠনই তরিকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য’

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল। ছবি : সংগৃহীত
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল। ছবি : সংগৃহীত

ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন কোরআন-সুন্নাহ ও তাকওয়াভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য।

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার পূর্ব আলোচনায় তিনি একথা বলেন।

মাহফিলের তারিখ পরিবর্তন না করার পূর্ব প্রচলিত নিয়মের ধারাবাহিকতায় এ বছর মাহে রমজানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিল তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন। ইফতারের পূর্বে সবার শান্তি, নিরাপত্তা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করেন মোনাজাত করেন নেছারুদ্দীন আহমাদ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ছারছীনা দরবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার ভিত্তিতে হক তরিকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার। তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সব মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচী আখিরাতমূখী। কীভাবে একজন লোক আখিরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোজার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোজা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলা বাহুল্য ইসলামের সব আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সে মতে আমাদের তরীকা চর্চাসহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখিরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।

দ্বিতীয় দিবসে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন- এ দেশে ছারছীনা দরবার শরীফ একটি হক্ব দরবার। এখানে কোন উশৃঙ্খলতা শিক্ষা দেওয়া হয় না। মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনা দরবার থেকে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আমরা সৌভাগ্যবান এজন্য যে, আমাদের পূর্বপুরুষরা এ দরবারের সঙ্গে সম্পৃক্ত ছিল, আমরাও আছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মও এ দরবারের সঙ্গে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ।

মাহফিলে দ্বিতীয় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হুসাইন প্রমুখ।

আগামীকাল বাদ জুমুআ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হজরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১০

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১১

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১২

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৩

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৪

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

১৫

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১৬

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১৭

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১৮

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১৯

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

২০
X