কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্ড মার্কেট ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চায় বিএসইসি  

‘বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্টির ভূমিকা’ শীর্ষক এক সভা। ছবি : কালবেলা
‘বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্টির ভূমিকা’ শীর্ষক এক সভা। ছবি : কালবেলা

বন্ড মার্কেট ছাড়া বৈচিত্র্যপূর্ণ শেয়ারবাজার সম্ভব না উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ বলেছেন, বন্ড মার্কেটকে আমরা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চাচ্ছি।

বুধবার (১৯ মার্চ) ‘বন্ড বা সুকুক ইস্যুকরণের ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্টির ভূমিকা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় ট্রাস্টির ভূমিকা পালনকারী বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, বিএসইসির মূল কাজ হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং বাজারকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। বন্ড বাজারের সুষ্ঠু পরিচালনা এবং উন্নয়নের ক্ষেত্রে ট্রাস্টির বিশাল ভূমিকা রয়েছে।

তিনি বলেন, বন্ড বাজারের বিনিয়োগকারীদের স্বার্থকে রক্ষার গুরুদায়িত্ব রয়েছে ট্রাস্টির ওপর। এজন্যই বন্ড বাজারের ভালো পারফর্ম করা এবং এর ভবিষ্যৎ অগ্রগতির ক্ষেত্রে ট্রাস্টির ভূমিকা নির্ধারক বা নির্ণায়ক হিসেবে কাজ করবে। ট্রাস্টি যেন তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে সেটিই আজকের সভার প্রধান লক্ষ্য।

ফারজানা লালারুখ আরও বলেন, বন্ড মার্কেটকে আমরা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চাচ্ছি। বন্ড মার্কেট ছাড়া বৈচিত্র্যপূর্ণ শেয়ারবাজার সম্ভব না। শেয়ারবাজারের উন্নয়নে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন- করপোরেট বন্ড, সুকুক ইত্যাদি বিশেষ ভূমিকা রাখতে পারে। সরকারও এই বন্ড মার্কেটের উন্নয়নের জন্য তৎপর এবং তারা বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত নিচ্ছেন।

বিএসইসির তৈরি করা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে এই কমিশনার এ প্ল্যাটফর্মসহ বন্ড বাজারে ট্রাস্টির ভূমিকা সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে মতামত দেওয়ার অনুরোধ জানান।

সভায় বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ গোলাম মওলা ‘রোল অব ট্রাস্টি ইন এনসিওরিং কমপ্লায়েন্স ফর বন্ড/সুকুক’ শীর্ষক প্রেজেন্টেশন দেন। তিনি এসময় সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে বন্ড বা সুকুক ইস্যুর ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিত করতে ট্রাস্টির ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় বিএসইসির নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম বন্ড ডিফল্ট প্ল্যাটফর্ম নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। এরই মধ্যে পাইলট টেস্টিং চলামান থাকা ওই প্ল্যাটফর্মটির বিভিন্ন দিক তিনি টেস্ট কেস ভিত্তিতে সভায় প্রদর্শন এবং আলোচনা করেন। সভায় অংশগ্রহণকারী অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সভায় সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, বন্ড বাজারের ওপর বিনিয়োগকারীদের আগ্রহী করতে এবং আস্থা বাড়াতে ট্রাস্টিসহ সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিএসইসি বন্ড বাজারের জন্য কাঠামোগত উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বাজারের উন্নয়নের জন্য ট্রাস্টির ভূমিকাকে আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর...

‘সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট নেই’

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১

চোরের গাড়িচাপায় যুবক নিহত

নতুন রূপে রণবীর-দীপিকা

শ্রমজীবী-ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারুজ্জামানের মতবিনিময়

অভিযানেও থামানো যাচ্ছে না জেলেদের

শহিদুল আলমের ফ্রিডম ফ্লোটিলা জাহাজ আটক করেছে ইসরায়েল

‘সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’ 

১০

মাদকসেবীসহ ৩ জনের কারাদণ্ড

১১

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন, বিস্ফোরক মন্তব্য নুরের 

১২

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে লড়াই শুরু আজ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় মরুর ফল চাষে সাফল্য

১৪

সালমানের ফার্ম হাউস নিয়ে যা বললেন রাঘব

১৫

ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

১৬

বদলে গেল আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু

১৭

ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

১৮

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

১৯

অ্যান্টিভেনম দিয়েও শেষ রক্ষা হয়নি সোহেলের

২০
X