মিয়ানমারের রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (২১ মে) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।
জানা গেছে, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর গঠনের প্রস্তাব নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এ বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন।
রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘর্ষের কারণে সেখানে বসবাসরত সাধারণ মানুষ চরম খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকটে পড়েছেন। এই যুদ্ধ পরিস্থিতিতে মিয়ানমারের অভ্যন্তরে সরাসরি ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে একটি ‘মানবিক করিডোর’ গঠনের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেছে।
বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকার বলছে, এ করিডোর শুধু মানবিক উদ্দেশে ব্যবহারের জন্য, কোনো সামরিক বা বাণিজ্যিক কাজে নয়। তবে সমালোচকরা বলছেন, এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
এর আগে, গত ৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ্যানেল। করিডোরের সংজ্ঞা ও ব্যাখ্যা আলাদা।
মন্তব্য করুন