কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। ছবি : সংগৃহীত
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রতিবেদন বিগত কমিশন গায়ের জোরে দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।

মঙ্গলবার (১ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আবদুল মোমেন বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আমরা বিষয়টি নতুন করে বিবেচনায় নিই। পর্যালোচনা করে দেখি, মামলাটি অনেকটা জোর করেই বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কমিশনের মত হচ্ছে, মামলাটি আবারও সক্রিয় করা প্রয়োজন। সে অনুযায়ী আমরা নতুন করে তদন্ত শুরু করি।

দুর্নীতির প্রাথমিক প্রমাণ সম্পর্কে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, তদন্ত শুরু করতে আমরা একজন নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিই। তিনি কাজ শুরু করেছেন। যদিও এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, কাজের জন্য যে মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল, সেটি একাধিকবার পরিবর্তন করা হয়েছে- যা অসৎ উদ্দেশের ইঙ্গিত দেয় এবং অপরাধপ্রবণ আচরণের প্রমাণ বহন করে।

তিনি বলেন, বড় কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, একটি জিনিস একাধিকবার ব্যবহারের সুযোগ থাকলেও তা একবার কিনেই বারবার দেখানো হয়। এ প্রকল্পেও এমনটাই ঘটেছে।

দুদক চেয়ারম্যান জানান, কনসালটেন্টদের সিভি যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, এতে অনিয়মের চিত্র পাওয়া গেছে। মূল্যায়নের বিভিন্ন ধাপে এই বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া মূল্যায়ন কার্যক্রম চলাকালে কমিটির গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও তথ্য উদঘাটনের প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর পরামর্শ নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছিল। এটা নিয়ে পরবর্তীতে মামলা হয়। মামলার উপাদানগুলো সঠিক থাকার পরই আদালতে এফআইআরটি দাখিল করা হয়। আগের মামলার যে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, নতুন কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত করতে গিয়ে যাদের নাম আসবে, আমরা আমাদের মতো করে দেখব। গাফিলতি পেলে আমরা সেটিকে বিবেচনায় আনব। এখন আমরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X