কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। ছবি : সংগৃহীত
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলার প্রতিবেদন বিগত কমিশন গায়ের জোরে দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।

মঙ্গলবার (১ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আবদুল মোমেন বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আমরা বিষয়টি নতুন করে বিবেচনায় নিই। পর্যালোচনা করে দেখি, মামলাটি অনেকটা জোর করেই বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কমিশনের মত হচ্ছে, মামলাটি আবারও সক্রিয় করা প্রয়োজন। সে অনুযায়ী আমরা নতুন করে তদন্ত শুরু করি।

দুর্নীতির প্রাথমিক প্রমাণ সম্পর্কে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, তদন্ত শুরু করতে আমরা একজন নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিই। তিনি কাজ শুরু করেছেন। যদিও এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, কাজের জন্য যে মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল, সেটি একাধিকবার পরিবর্তন করা হয়েছে- যা অসৎ উদ্দেশের ইঙ্গিত দেয় এবং অপরাধপ্রবণ আচরণের প্রমাণ বহন করে।

তিনি বলেন, বড় কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, একটি জিনিস একাধিকবার ব্যবহারের সুযোগ থাকলেও তা একবার কিনেই বারবার দেখানো হয়। এ প্রকল্পেও এমনটাই ঘটেছে।

দুদক চেয়ারম্যান জানান, কনসালটেন্টদের সিভি যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, এতে অনিয়মের চিত্র পাওয়া গেছে। মূল্যায়নের বিভিন্ন ধাপে এই বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া মূল্যায়ন কার্যক্রম চলাকালে কমিটির গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও তথ্য উদঘাটনের প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর পরামর্শ নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছিল। এটা নিয়ে পরবর্তীতে মামলা হয়। মামলার উপাদানগুলো সঠিক থাকার পরই আদালতে এফআইআরটি দাখিল করা হয়। আগের মামলার যে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, নতুন কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত করতে গিয়ে যাদের নাম আসবে, আমরা আমাদের মতো করে দেখব। গাফিলতি পেলে আমরা সেটিকে বিবেচনায় আনব। এখন আমরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X