কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে কী আলোচনা হলো, জানালেন সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তখন এ নিয়ে গণমাধমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

সর্বশেষ এ বিষয়ে মুখ খুলেছেন সিইসি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি। এ সময় তিনি মন্তব্য করে বলেন, জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালেয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ছিল নামমাত্র, সৌজন্য সাক্ষাৎ— এমনটা জানিয়ে সিইসি বলেন, সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, সরকার অনেক আন্তরিক নিরপেক্ষ নির্বাচনের বেলায়, সময় এলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।

নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের প্রস্তুতি এ মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, তার কমিটমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই আছে ইসি। নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি। সাবেক দুই সিইসিকে গ্রেফতারের বিষয়ে বর্তমান কমিশনের মতামত জানতে চাইলে সিইসি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চায় না।

এর আগে ২৬ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সেদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। তবে সেখানে কী আলোচনা হয়েছে, তখন কিছু জানতে পারেনি সূত্র। স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।

তারও আগে ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা শরীফ খান

মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফজর আলীর ছোট ভাইকে খুঁজছে পুলিশ 

মোস্তাফিজকে নিয়ে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা

রাবিতে সিওআইবির সহযোগিতায় অভিযান, আট প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

মার্কিন নৌবাহিনী ও ঘাঁটিতে গোপন মিশন, অতঃপর...

মার্কিন সহায়তা বন্ধে মৃত্যু ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ

গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

মুরাদনগরের সেই নারীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

১০

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময় : তারেক রহমান

১১

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

১২

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

১৩

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

১৪

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

১৫

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

১৬

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

১৭

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

১৮

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

১৯

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

২০
X