জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তখন এ নিয়ে গণমাধমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
সর্বশেষ এ বিষয়ে মুখ খুলেছেন সিইসি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি। এ সময় তিনি মন্তব্য করে বলেন, জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালেয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ছিল নামমাত্র, সৌজন্য সাক্ষাৎ— এমনটা জানিয়ে সিইসি বলেন, সরকারও নিরপেক্ষ, কমিশনও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কি না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, সরকার অনেক আন্তরিক নিরপেক্ষ নির্বাচনের বেলায়, সময় এলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।
নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের প্রস্তুতি এ মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, তার কমিটমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই আছে ইসি। নিয়মানুযায়ী নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সব কাজ গুছিয়েছে কমিশন। যাতে সময় মতো ভোটের কাজ করতে পারা যায় বলেও জানান তিনি। সাবেক দুই সিইসিকে গ্রেফতারের বিষয়ে বর্তমান কমিশনের মতামত জানতে চাইলে সিইসি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চায় না।
এর আগে ২৬ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সেদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে। তবে সেখানে কী আলোচনা হয়েছে, তখন কিছু জানতে পারেনি সূত্র। স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়।
তারও আগে ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
মন্তব্য করুন