কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ত্বকের অ্যাসথেটিক ডার্মাটোলজি চিকিৎসার যাত্রা

কৃষিবিদ ইনস্টিটিউটে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড আয়োজিত ডার্মাস্টার ক্লিনিকের বাংলাদেশ শাখার উদ্বোধন। ছবি : কালবেলা
কৃষিবিদ ইনস্টিটিউটে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড আয়োজিত ডার্মাস্টার ক্লিনিকের বাংলাদেশ শাখার উদ্বোধন। ছবি : কালবেলা

বিশ্বজুড়ে মুখের ব্রণ, ত্বকের দাগ, রোদে পোড়া দাগসহ ত্বকের বিভিন্ন সমস্যায় জনপ্রিয় চিকিৎসা প্রযুক্তি অ্যাসথেটিক ডার্মাটোলজি। এই চিকিৎসার প্রচল দেশে না থাকায় প্রতিবছর লক্ষাধিক মানুষ বিদেশে চিকিৎসা নেন। এখন থেকে দেশেই কোরিয়ান প্রযুক্তিতে অ্যাসথেটিক ডার্মাটোলজি চিকিৎসার যাত্রা শুরু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড আয়োজিত ডার্মাস্টার ক্লিনিকের বাংলাদেশ শাখার উদ্বোধন করা হয়। রাজধানীর আদাবরে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডে এখন বাংলাদেশি ডার্মাস্টার ব্রাঞ্চ নামে আনুষ্ঠানিক পথ চলা শুরু করছে প্রতিষ্ঠানটি।

ডার্মাস্টার চেইন অব ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক অ্যান্ড অ্যান্টিএজিং মেডিসিনের প্রেসিডেন্ট ডা. জিং কুয়ং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অ্যাসথেটিক ডার্মাটোলজি নিয়ে আমরা এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশেই কাজ করছি। বাংলাদেশে এই প্রথম এসেছি। আমরা জেনেছি বাংলাদেশ থেকে প্রতিবছর অ্যাসথেটিকের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেমন : থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে চিকিৎসার জন্য যায়। ডার্মাস্টার বাংলাদেশ ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে এখন থেকে দেশের মানুষ স্বল্প খরচে দেশের টাকা দেশে রেখে আন্তর্জাতিকমানের অ্যাসথেটিক সেবা গ্রহণ করতে পারবে।

ডার্মাটোলজিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাদের টেকনিকগুলো রোগীদের ওপর পুরোপুরিভাবে প্রয়োগ করেন, নিশ্চয়ই একটা ভালো ফলাফল আসবে।

প্রতিষ্ঠানটির বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর মো. মইনুল ইসলাম বলেন, অ্যাসথেটিক ডার্মাটোলজির চিকিৎসা উন্নত প্রায় সবগুলো দেশেই আছে। বছরে প্রায় ৯ লাখের অধিক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যায়, এরমধ্যে এক-তৃতীয়াংশ থাকে অ্যাসথেটিক চিকিৎসাবিষয়ক। অ্যাসথেটিক চিকিৎসাটা এরকম নয়, একবার গিয়ে চিকিৎসা নিয়ে চলে আসলেন আর ভালো হয়ে গেলেন। চিকিৎসার একটা সুনির্দিষ্ট সেশন থাকে, একমাস, দুইমাস বা তিনমাস পর আবারো গিয়ে চিকিৎসা নিতে হয়। একজন ব্যক্তি তো চাইলেই একা গিয়ে চিকিৎসা নিয়ে আসতে পারেন না, এক্ষেত্রে সাপোর্টিভ আরও একজনকে সঙ্গে যেতে হয়। এভাবে বারবার গিয়ে চিকিৎসা নিয়ে আসাটা খুবই ব্যয়বহুল। এতে করে দেশ থেকে প্রতিবছর বড় একটা অঙ্কের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, ডার্মাস্টার ক্লিনিক হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি ক্লিনিক। বিশ্বের ৫৭টি দেশে এর শাখা রয়েছে। তাদের একটা শাখা এবার বাংলাদেশে এসেছে, যেন বাংলাদেশের রোগীদের আর দেশের বাইরে যেতে না হয়। এমনকি, উচ্চবিত্ত-মধ্যবিত্ত সব শ্রেণির মানুষই যেন এই সেবার আওতায় আসতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ডার্মাস্টার চেইন অব ক্লিনিকের পরিচালক চো চোন হো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচার হওয়ার কারণ জানালেন গভর্নর

মাইলস্টোন ট্রাজেডি / ছয় মাসে ৩৬ বার অপারেশনের পর ঘরে ফিরল আবিদ

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

কৃষকের চোখে হলুদ সরিষায় রঙিন স্বপ্ন

মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে

শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলার পরবর্তী চার্জ শুনানি ৯ ফেব্রুয়ারি

আদালতেই থামল বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি

যাত্রী চাহিদায় চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়াল নভোএয়ার

১০

প্রতীক পেয়ে সরে দাঁড়ালেন প্রার্থী, কান্নায় ভেঙে পড়লেন কর্মী-সমর্থক

১১

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ

১২

জয়-পলকের বিচার শুরু 

১৩

হারালাম অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান

১৪

আর নাচবেন না ‘চন্দন দ্বীপের রাজকন্যা’র নায়ক

১৫

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

১৬

বিশ্লেষণ / ছাত্রনেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়?

১৭

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৩ প্রার্থী

১৯

ওসমান হাদির স্ত্রীর স্ট্যাটাস

২০
X