আজও রাজধানী ঢাকার বায়ুর মান সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, সহনীয় থাকলেও বাতাসে ক্ষতিকর কণার মাত্রা গতকালের তুলনায় কিছুটা বেশি রয়েছে।
বায়ু মান বিশ্লেষণকারী সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৮৬। এই সূচকে ঢাকার বাতাস ‘মধ্যম মানের’ হিসেবে বিবেচিত হয়েছে।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম। যদিও এ অবস্থান উদ্বেগজনক নয়, তবে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন মানুষদের জন্য এটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজকের বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স আজ রেকর্ড করা হয়েছে ১৯৩, যা ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ছে।
আইকিউ এয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্যান্য শহরগুলো হলো—সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভিয়েতনামের হ্যানয় এবং কাতারের রাজধানী দোহা। এসব শহরের বায়ুমান আজ যথাক্রমে ১৫৮, ১৫৭, ১৫১ ও ১২৪।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
মন্তব্য করুন