কুয়েতের জাহার নিকটবর্তী আল মতলা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম।
গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যম আল রাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মৃত ব্যাক্তি ঐ বাড়ির সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। বাড়ির লোকজন লাশের খবর দেওয়ার পর জানা যায় মৃতের শরীরে, মাথায়, আঘাত ওজখম গুরুতর রক্তের দাগ ছিল।
স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, ঘটনার অধিক তদন্তের জন্য গোয়েন্দাদের দ্বায়িত্ব দেওয়া হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আলামত হিসেবে রক্তাক্ত পাইপ উদ্ধার করেছেন তদন্তকারীরা। প্রসিকিউটর ও ফরেনসিক এভিডেন্স অফিসার মৃতদেহটি অপসারণের নির্দেশ দেন, এবং ফরেনসিক মেডিসিনে রেফার করেন।
মন্তব্য করুন