কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কোলাজ
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কোলাজ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নির্দেশে জামায়াত আমিরের শারীরিক অবস্থার অবস্থা জানতে হাসপাতালে যান তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

রোববার (৩ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

সাগর হোসেন বলেন, ‘রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।’

এ সময় রাষ্ট্রপতি টেলিফোনে জামায়াত আমিরের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এরপর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এ ছাড়া রাষ্ট্রপতির সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান শফিকুর রহমানের ছোট ভাই।

এদিকে মিথ্যা তথ্য দেওয়ায় ৮ জুলাই শহীদের গেজেট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা গেজেটে প্রকাশিত হয়।

যাদের নাম বাদ দেওয়া হলো-

টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাঁধনের (গেজেট নম্বর ৮৩৬) জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।

এদিকে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, নিহতের পরিবার ও স্বজনরা মিথ্যা তথ্য দিয়ে নিহতদের জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সুযোগ-সুবিধা পাওয়ার আশায় এটা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং রুলস অব বিজনেস অনুযায়ী, এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ২ দফায় গণঅভ্যুত্থানে ৮৪৪ জন জুলাই শহীদের নামের গেজেট প্রকাশ করে সরকার। শহীদদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, মা-বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ প্রকাশ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ও প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দিচ্ছে সরকার। এ ছাড়া পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনে কর্মসূচি নিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক বৈষম্যবিরোধী নেতার খোঁজ চান হাসনাত

নির্বাচন নিয়ে ক্রিকেটারদের একইরকম স্ট্যাটাস, কারণ কী

দরিদ্রের চাল যাচ্ছে স্বচ্ছলদের ঘরে, ভিডব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগ

২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা

সাবেক এমপি কবিরুল ৬ দিনের রিমান্ডে 

চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন, তবে...

খুশিকে খুশি করতে লাগবে দেড় লাখ!

শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর হাত ধুইনি : প্রকৃতি মিশ্র 

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন জাহিদ হোসেন

১০

প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত (ভিডিও)

১১

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয় : কৃষি উপদেষ্টা

১২

রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

১৩

আইএসইউতে এসআইসিআইপির দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৪

কটাক্ষের শিকার দেব

১৫

এই ৫ বিষয় এড়িয়ে যাচ্ছেন? মুহূর্তেই আপনার এসিতে বিস্ফোরণ হতে পারে

১৬

পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত : রিজভী

১৭

নাসা গ্রুপে শ্রমিক অস্থিরতা সৃষ্টিকারী নেপথ্যের মূলহোতা গ্রেপ্তার

১৮

আন্দোলনে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

১৯

একাত্তরের মতো আজকেও পাকিস্তানকে হারাতে চান চমক

২০
X