রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু তাহের জিহাদী, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম খান, ড. শফিকুল ইসলাম মাসুদ, সাদিক কায়েম, ড. খলিলুর রহমান মাদানী, ড.ওয়ালীউর রহমান খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা মোশতাক আহমেদ ফয়েজী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, শামীম সাঈদীসহ দেশের গুরুত্বপূর্ণ ও শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরামরা।
এ সময় বক্তারা বলেন, দেশে গত ১৬ বছরের স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তাতে আলেম-ওলামা ও ইমাম-খতিব, মাদ্রাসাছাত্র-শিক্ষকের অবদান ছিল অতুলনীয়। এই অবদান জাতি স্মরণে রাখবে, তাদের আন্দোলনের কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র ফিরে পেয়েছি।
একইসঙ্গে বক্তারা বলেন, জুলাই সনদ ও ঘোষনাপত্রে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান। একটি সুন্দর, সফল ও কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের জন্য সব আলেম-ওলামাসহ সবশ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন