ঢাকা কাস্টম হাউসে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় অবশেষে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য ফারজানা আফরোজকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন করে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রাকিবুল হাসান স্বাক্ষরিত এই কমিটিতে প্রধান করা হয়েছে এনবিআরের সদস্য ফারজানা আফরোজকে। আর সদস্য সচিব করা হয়েছে ঢাকা কাস্টম হাউসের অতিরিক্তি কমিশনার মোহা. মসিউর রহমানকে। আর সদস্য হিসেবে রাখা হয়েছে কাস্টম মূল্যায়ন ও নিরীক্ষা কমিশনারেটের কমিশনার তাসমিনা হোসেন, ঢাকা উত্তর ভ্যাটের কমিশনার মো. নেয়াজুর রহমান ও উপকমিশনার পযমর্যাদার সেন্ট্রাল ইন্টিলিজেন্ট সেলের উপপরিচালক মোহাম্মদ মেহরাজ-উল আলম সম্রাটকে।
এর আগে ২২ আগস্ট ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে স্বর্ণ উধাওয়ের প্রতিবেদন কালবেলায় প্রকাশিত হয়। পরবর্তীতে ইনভেন্ট্রি করতে গিয়ে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা সামনে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর ঢাকা কাস্টম হাউস কতৃপক্ষ পর্যায়ক্রমে ৫টি তদন্ত কমিটি গঠন করে। অবশেষে ঘটনা সামনে আসার ৯ দিনের মাথায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল এনবিআর।
মন্তব্য করুন