কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ এএম
অনলাইন সংস্করণ
মহালয়া

সাংস্কৃতিক পরিবেশনায় ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার ‘মহিষাসুর বধ’

মহালয়ার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ছবি : কালবেলা
মহালয়ার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ছবি : কালবেলা

মহালয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবী পক্ষের সূচনালগ্নে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে কৈলাস থেকে মর্ত্যে আগমনের আহ্বান জানানো হয়। এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে প্রদর্শিত হয় দেবী দুর্গার ‘মহিষাসুর বধ’ এর কাহিনী। আয়োজনে ছিল নৃত্য এবং গান।

আগমনী গানের মাধ্যমে শুরু হয় আড়ম্বরপূর্ণ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। মহালয়ার শুভক্ষণে ভক্তদের প্রত্যাশা, সকল আধার দূর করে শঙ্কা কাটিয়ে আলো নিয়ে আসবেন দেবী দুর্গা।

মহালয়ার এই সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দিরে উপস্থিত থেকে উপভোগ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি কে, ঢাকাস্থ ভুটান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পেমা সেলডন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপি এই সাংস্কৃতিক পরিবেশনা হয়। এর আগে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মহালয়ার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুভ সূচনা করেন তারা।

প্রণয় ভার্মা, পেমা সেলডন ও ঘনশ্যাম ভান্ডারী তাদের সংক্ষিপ্ত বক্তব্যে মহালয়ার শুভক্ষণে মন্দিরে আগত ভক্তদের আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তারা সকলে মিলে শান্তিপূর্ণ দেশ ও বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন জয় প্রকাশ। নৃত্য পরিবেশন করে স্পন্দন শিল্পী গোষ্ঠী। এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াংকা গোপ, অলোক সেন, দেবপ্রসাদ দাঁ, চম্পা বণিক, সমরজিৎ রায়, প্রিয়াংকা বিশ্বাস, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার প্রমুখ।

মন্দিরে মহালয়ার দ্বিতীয় পর্বের মূল আচার অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৭টায়। এই পর্বে ভক্তরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ করেন, যেটি মন্দিরের পুকুর ঘাটে সম্পন্ন হয়। বিশ্বাস করা হয়, এই দিনে তর্পণ বা জলাঞ্জলি দিলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন। পরে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ, বিএনপির সঙ্গে কাজ করার প্রত্যয়

কাজাখস্তান তো ইসরায়েলের ‘ব্যবহৃত মাল’ : ফিলিস্তিনি নেতা

বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল

আদিবাসীদের নবান্ন উৎসব / রাজশাহীতে ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

বিএনপিই পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে : দুলু

সরাইল-আশুগঞ্জের মানুষ ধানের শীষ ছাড়া কিছুই বোঝে না : রুমিন ফারহানা

দুএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নীরব

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাতের

‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি

১০

সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী

১১

শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ম্যানইউ

১২

সন্তানের জন্মে ব্যতিক্রমী উদ্‌যাপন

১৩

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

১৪

কুতুবদিয়া চ্যানেল পাড়ি / সবার আগে তীরে পৌঁছে গেলেন ১৮ বছরের তরুণ রাব্বি

১৫

শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

১৬

‘বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন’

১৭

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

গামিনিকে আনুষ্ঠানিক বিদায় জানাল বিসিবি

১৯

প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন

২০
X