

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বীর শহীদদের আত্মার শান্তি ও সদগতি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গলও কামনা করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিপ্লব দে, অংকুরজিত সাহা নব, ধ্রুব কুমার লস্কার, পরিমল কুমার ভৌমিক, অখিল ভৌমিকসহ অন্যরা।
মন্তব্য করুন