কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীরা ডাকযোগে যেভাবে ভোট দেবেন, সেই প্রক্রিয়া প্রকাশ

নির্বাচন কমিশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে কীভাবে নিবন্ধন করবেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে ভোট দেবেন, সেই প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে অনুমোদনের পর সোমবার (২২ সেপ্টেম্বর) তা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন যে, প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ চালু করা হবে।

ভোটের জন্য নিবন্ধন করতে ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল প্লে স্টোর’ থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড ও চালু করতে হব।

এ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইনের নিবন্ধনে সহজ কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করা যাবে।

অ্যাপ ডাউনলোড থেকে ব্যালট পাওয়া পর্যন্ত ১১টি ধাপে নিবন্ধন প্রক্রিয়া তুলে ধরা হয়েছে ইসির ওয়েবসাইটে (https://www.ecs.gov.bd/page/process-of-postal-voting-it-supported)।

এগুলো হলো—

* প্রথমে অ্যাপটি চালু করতে হবে।

* দেশ বাছাই (বাংলাদেশ ছাড়া) করে মোবাইল নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

* মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড-ওটিপি যাবে।

* ওটিপি ব্যবহার করে নম্বর যাচাই করতে হবে

* ছবি তুলতে হবে ভোটারের। লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

* জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলতে হবে।

* রেজিস্ট্রেশনের জন্য এনআইডির ছবি তুলতে হবে, যা যাচাই হবে।

* পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে।

* বিদেশে অবস্থানরত ঠিকানা দিতে হবে, যে ঠিকানায় পোস্টাল ব্যালট পেপার যাবে।

* একাউন্ট যাচাই করার পর নিবন্ধিত হবে।

* পোস্টাল ব্যালট ডাক যোগে পাওয়ার জন্য অপেক্ষা করবেন ভোটার।

পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটদান প্রক্রিয়া

ইসির নির্ধারিত খাম পাওয়ার পর তা নিশ্চিত করার পাশাপাশি ভোট দিয়ে ফেরত খামে পাঠানোসহ ৯টি ধাপ তুলে ধরা হয়েছে।

১. ব্যালট পেপার পৌঁছতে অ্যাপে দেওয়া ঠিকানা তুলে ধরা হবে।

২. ভোট দিতে ইসির নির্দেশনাবলী পাওয়া যাবে।

৩. মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে।

৪. নিজের ছবি তুলতে হবে।

৫. খামের উপরে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।

৬. ব্যালট পেপারে ক্রম বা টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।

৭. ব্যালট পেপারের নমুনা।

৮. খামের ভেতরে থাকা ঘোষণাপত্রে সই করতে হবে।

৯. ভোট দিয়ে রিটার্ন খামে ব্যালট পেপার রেখে তা বন্ধ করতে হবে এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।

প্রবাসে বসে নিবন্ধনের সময় কখন শুরু হবে এবং কোন সময়ের মধ্যে রিটর্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে, তা জানিয়ে দেবে ইসি।

ব্যালট তৈরি হওয়া, ব্যালট পাঠানো, ব্যালট হাতে পাওয়া, ফেরত পাঠানো, বাংলাদেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তার হাতে যাওয়া পর্যন্ত ছয়টি ধাপ প্রবাসীরা ট্র্যাক করতে পারবেন।

ইসি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না; শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দেবেন।

প্রবাসী নিবন্ধিত ভোটারের কাছে একটা বড় খামের মধ্যে নির্দেশনাসহ আরও দুটো খাম থাকবে। একটা খাম ব্যালট পেপারসহ থাকবে। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্র স্বাক্ষর করবে। ভোট দিয়ে আরেকটা খামে (ফেরত খাম) পোস্ট অফিসে দেবে, যেটা দেশে পৌঁছবে। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার ভোটের দিন একীভূত ফলে প্রবাসীর ভোটও গণণা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইইউ

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের ওপর হামলা, কড়া সমালোচনা মির্জা গালিবের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, মুখ খুললেন তাসনিম জারা

প্রবাসীরা ডাকযোগে যেভাবে ভোট দেবেন, সেই প্রক্রিয়া প্রকাশ

নির্ধারিত সময়েও দেওয়া হয়নি ভোটার তালিকা

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

টানা তৃতীয়বারের মতো বোনমাতির হাতে ব্যালন ডি’অর

১০

পুরান ঢাকায় মাঠ দখল করে মার্কেট, উচ্ছেদ করলেন বিএনপি নেতারা

১১

দেম্বেলের হাতেই ব্যালন ডি’অরের সোনালী ট্রফি

১২

জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে : নীরব

১৩

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

১৪

ব্যালন ডি’অরে সেরা কোচের স্বীকৃতি পেলেন লুইস এনরিকে

১৫

দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জিতলেন দোনারুম্মা

১৬

জনগণের অভ্যুত্থান বেহাতে অরাজকতা তৈরি করা হচ্ছে : হাসনাত কাইয়ূম

১৭

৩১ দফা ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ : আমিনুল হক

১৮

অক্টোবরে ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশ

১৯

ব্যালন ডি’অরে ইতিহাস গড়লেন ইয়ামাল

২০
X