বাসস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

এলডিসি উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমার সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমার সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের লক্ষ্যে সহায়তা প্রদান করবে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধের পর জাতিসংঘ এই সিদ্ধান্ত নেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি, এলএলডিসি ও এসআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। এই মূল্যায়নে একজন আন্তর্জাতিক পরামর্শক এবং একজন বাংলাদেশি বিশেষজ্ঞ যৌথভাবে কাজ করবেন, যাতে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ চিত্র পাওয়া যায়।

মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত, বাণিজ্য সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। এর মাধ্যমে নির্ধারণ করা হবে— বাংলাদেশ উত্তরণের জন্য বাস্তবিকভাবে কতটা প্রস্তুত।

প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি এখন একটি আবেগের বিষয় হয়ে দাঁড়ালেও, সামনে এগোতে হলে আমাদের কাছে বাস্তবভিত্তিক প্রমাণ থাকতে হবে। বৈঠকে তিনি নীতিনির্ধারণে তথ্য-উপাত্ত ও বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন।

জবাবে রাবাব ফাতিমা বলেন, জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরেরও বেশি পুরোনো, যার ফলে বর্তমান বাস্তবতায় সিদ্ধান্ত নেওয়া কঠিন। তিনি বলেন, এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে। তাই হালনাগাদ মূল্যায়ন অত্যন্ত জরুরি।

বৈঠকে অধ্যাপক ইউনূস এলডিসি মর্যাদার কারণে ওষুধশিল্প যে সুবিধা পেয়েছে তা তুলে ধরেন। তিনি বলেন, উত্তরণের পর যদি সুনির্দিষ্ট রূপান্তর পরিকল্পনা না থাকে, তাহলে এই খাত মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১০

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১১

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১২

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১৩

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৪

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৫

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৬

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৭

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৮

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

২০
X