জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দির ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে করা মামলার তদন্তকাজে সহায়তা করতে কো-পাইলট খালিল আবদুল রাজাককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হাজির হতে বলা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ নির্দেশ দেন।
মামলা অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৪ ডিসেম্বর পাইলট ইউসুফকে গালফ এয়ারের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর হতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরে রাত পৌনে ৩টায় তিনি ফ্লাইট পরিচালনার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে হোটেল লা মেরিডিয়ান হতে রওনা দেন এবং ভোর রাত সাড়ে ৩টার দিকে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। ভোর ৪টা ১০ মিনিটে ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু হলে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তারপর ভোর ৫টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক প্রফেসর ডা. মো. ওমর ফারুক এবং সাথে থাকা ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা তার চিকিৎসায় কালক্ষেপণ করতে থাকেন।
ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর হতে দীর্ঘ ৫ ঘণ্টা পর্যন্ত তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয়নি। চিকিৎসা প্রদান না করায় তিনি দুপুর ১২টা ৮ মিনিটে মারা যান। এ ঘটনায় গত ২৪ মার্চ পাইলটের বোন তালা এলহেনডি জোসেফানো ঢাকার আদালতে মামলা করেন। আগামী ২ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
মন্তব্য করুন