ই-ড্রাইভিং লাইসেন্স চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে গ্রাহকদের আর ড্রাইভিং লাইসেন্স কার্ড সঙ্গে রাখার ঝামেলা পোহাতে হবে না। মোবাইলফোনের মাধ্যমে এই লাইসেন্স দেখাতে পারবেন গ্রাহকরা।
গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে বিআরটিএ। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্সের মতো স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ব্যবহার করতে পারবেন।
লাইসেন্সটি কিআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্তব্য করুন