কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত যুব কর্মশালায় কথা বলেন বিশিষ্ট নাগরিক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি ভিডিও থেকে নেওয়া
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত যুব কর্মশালায় কথা বলেন বিশিষ্ট নাগরিক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি ভিডিও থেকে নেওয়া

বঙ্গবন্ধুর আদর্শের দেশে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বিশিষ্ট নাগরিক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমানে দেশের হিন্দু সম্প্রদায়ের নারীরা নিরাপদ নয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত যুব কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশ্ন তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল এবং সহযোগী বামপন্থিরা একসঙ্গে ১৫ বছর ক্ষমতায় থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো?

দেশের সংবিধানকেই ধর্মীয়করণ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাম্প্রদায়িকীকরণ হয়েছে। আর অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম এসেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে রাষ্ট্রধর্মও থাকবে এবং অন্য ধর্মগুলোও পালন করার সুযোগ থাকবে, যা সুকুমার রায়ের হাঁস ও শজারুর মিশ্রণে হওয়া ‘হাঁসজারু’ কবিতার মতো।

এ সময় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরে নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাবার জন্য মুক্তিযুদ্ধ করিনি। রাষ্ট্র, রাজনীতি, বিশেষ করে সংবিধান জনসংখ্যার হারে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করেছে।’

সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, গরিব হিন্দু সম্প্রদায়ের লোকজনের ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়। সেটাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়।

আসন্ন দুর্গাপূজার সময় কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে রাণা দাশগুপ্ত বলেন, পূজার সময় রাজনৈতিক কর্মসূচি দেওয়া হলে ধরে নেওয়া হবে তারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু নন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাম্প্রদায়িকতা ঠেকানো সম্ভব। ছোট ছোট হাতের সর্বোচ্চ ব্যবহার করেই রাষ্ট্রে সাম্প্রদায়িকতার দাবানল নেভাতে হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্চিতা গুহ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

বক্তব্য দিতে গিয়ে নানা প্রশ্ন তুলেন হিন্দু সম্প্রদায়ের এসব নেতারা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সরকারে থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো এমন প্রশ্নও করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X