নয়াপল্টনে অনুষ্ঠিত আজকের মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি। তবে তাদের ডাকা হরতালের দিন গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন বাস মালিক সমিতি।
এর আগে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বিএনপির হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করছে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন