বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর ৯ম ব্যাচ (৯ম বিজেএস) এর ২০২৪ সালের কমিটি চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হোসেন লাবুকে। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি মনোনীত করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হককে।
৯ম বিজেএস এর বিচারকদের সর্বসম্মতিক্রমে রোববার (২৬ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এই কমিটি বিচারকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ উন্নয়নসহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়া ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ স্মার্ট জুডিসিয়ারি বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন