আন্দামান সাগরে থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) ঘূর্ণিঝড়ের বিশেষ বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা স্পষ্ট হবে আজ। এটি বাংলাদেশের দিকে আসবে কি না, তা–ও নিশ্চিত নয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ‘লঘুচাপের ভবিষ্যৎ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর মোটামুটি বোঝা যাবে। এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো গতিপথ বলা মুশকিল। সুস্পষ্ট লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে। স্থলভাগে উঠলে এর প্রভাবে ৬ বা ৭ ডিসেম্বরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনকি বাংলাদেশের দিকে না এসে এটি অন্যদিকে গেলেও আমাদের এদিকে কিছু বৃষ্টিপাত হতে পারে।’
এদিকে সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ ও ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আইএমডি বুধবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা অবস্থায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার জানান, লঘুচাপটি বর্তমানে যে স্থানে রয়েছে, সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই অনুকূল পরিবেশ বিরাজ করছে। সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রপৃষ্ঠের ওপরে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার।
লঘুচাপটি ১ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বর থেকে এটি বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ও এরপর দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূল দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা নির্দেশ করছে প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।
মন্তব্য করুন