বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইভ-জি প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
পুরোনো প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে ফাইভ-জি বাস্তবায়ন সম্ভব না উল্লেখ করে ওই প্রকল্পে দুর্নীতির অভিপ্রায়যুক্ত বলে মানববন্ধনে দাবি করা হয়। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
এতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাজার বিশ্লেষক ও ভোক্তা প্রতিনিধি কাজী আব্দুল হান্নান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খান, সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাড. শাহেদা বেগম, ডা. আমিনুল ইসলামসহ অন্যরা। এ সময় মহিউদ্দিন আহমেদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার জন্য চাই দ্রুতগতির ফাইভ-জি। কিন্তু জনগণের অর্থে করা প্রকল্প দিয়ে যদি ফাইভ-জি না চলে তাহলে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করা সম্ভব নয়। ২০১৬ সালে জনগণের পকেট থেকে যে ইকুইপমেন্ট কেনা হয়েছে সেই ইকুইপমেন্ট ব্যবহারের জন্য আবার জনগণের পকেট থেকে অর্থ নিয়ে কেউ লুটপাট করবে তা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। প্রকল্পের সার্বিক ত্রুটির দিক তুলে ধরে তিনি আরও বলেন, বিটিসিএল জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে সারা দেশে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা থাকলেও এখনো ভেন্ডর নিয়োগ দিতে পারেনি প্রকল্প কর্তৃপক্ষ। অথচ প্রকল্পের শুরুতেই যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরা লাভবানের উদ্দেশ্যে কম দামি যন্ত্রপাতি ক্রয়সহ কারিগরি বিনির্দেশ সঠিকভাবে প্রস্তুত না করায় এই প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হতে যাচ্ছে এবং বরাদ্দকৃত টাকা লুটপাট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অন্যান্য বক্তারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রকল্প বাতিল করে আগামীতে নতুন সরকার গঠনের পর বিশেষজ্ঞ কমিটি ও অংশীজনদের পরামর্শ এবং বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।
মন্তব্য করুন