রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশের সময় মো. সুজন নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়। সুজন ফরিদপুরের সদরপুর থানার ২৩ নম্বর চর চাঁদপুরের ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায় মো. ছোহরাবের ছেলে। তিনি ফরিদপুর থেকে ঢাকায় এসেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন পুলিশকে জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ছবি তুলতে চেয়েছিলেন তিনি। এ জন্য চেয়ারপারসনের কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, সুজনকে সন্দেহভাজন আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত জানানো হবে। সুজনের বিরুদ্ধে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন