কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার সীমান্তে সংঘাত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘সতর্ক আছি’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারে দেশটির দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতের মর্টার শেল যাতে আর আমাদের সীমান্তে এসে না পড়ে এ বিষয়ে নজর রাখছি। আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছেন। মিয়ানমার সরকারের সাথেও এ বিষয়ে আমরা যোগাযোগের মধ্যে রয়েছি।

সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মর্টার শেল ছিটকে আসার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে এসব কথা বলেন তিনি।

মর্টার শেল উড়ে আসার বিষয়ে উদ্বিগ্ন কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করব যে, সেখান থেকে কোনো মর্টার শেল আমাদের দেশে আসবে না। তবে আমরা সতর্ক আছি এ ব্যাপারে।

এদিকে, মিয়ানমারে গোলাগুলি বন্ধ হলেও এপারের সীমান্তে বসবাসকারীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি। এরই মধ্যে রোববার সীমান্তে মর্টার শেলের বিকট শব্দের পর নিরাপত্তাজনিত কারণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) মিয়ানমারে ছোড়া গুলি বাংলাদেশের অভ্যন্তরে আসার পর রোববার কক্সবাজার ও বান্দরবান জেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় বিজিবির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছি আমরা। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেছেন, মিয়ানমার নিজ দেশ শান্ত রাখতে বা বিদ্রোহ দমনে কী পদক্ষেপ নিবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারে সংঘাতের মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আগে থেকে থাকা রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে এখন ১১ লাখ রোহিঙ্গার বাস। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও প্রায় সাত বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

১০

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

১১

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

১২

ক্লান্তির পরেও ঘুম আসছে না, কোনো খারাপ লক্ষণ নয়তো

১৩

এনসিপির ১২ নেতার পদত্যাগ

১৪

মা হলেন অদিতি মুন্সী

১৫

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

১৬

দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮

১৭

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক আর নেই

১৮

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১৯

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

২০
X