সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কাতার প্রবাসী জুয়েলের বিবাহ প্রতারণা, টার্গেট নারী চিকিৎসক

কাতার প্রবাসী জুয়েল চৌধুরী। ছবি: সংগৃহীত
কাতার প্রবাসী জুয়েল চৌধুরী। ছবি: সংগৃহীত

কাতার প্রবাসী জুয়েল চৌধুরী নিজেকে পরিচয় দেন চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে। আর সেই পরিচয়ের আশ্রয়ে করছেন বিবাহ প্রতারণা। বিয়ের দিন তারিখ চূড়ান্ত করে সম্পন্ন করেন নানা আনুষ্ঠানিকতা। এর মাঝে কনে ও কনেপক্ষের আত্মীয়দের সঙ্গে সখ্য গড়ে তোলে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার। তবে বিয়ের ঠিক আগ মুহূর্তে পালিয়ে কাতার চলে যান ডা. জুয়েল চৌধুরী। এভাবেই একাধিক নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতারণা করে আসছেন তিনি। জানা গেছে, গত ৫ জুলাই ময়মনসিংহের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের পেশায় চিকিৎসক মেয়ের সঙ্গে জুয়েল চৌধুরীর বিয়ের দিন ধার্য্য ছিল। এর আগে সনাতন ধর্ম অনুযায়ী, হলুদ ও আশীর্বাদের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ে করার শর্ত অনুযায়ী, কনেপক্ষ জুয়েল চৌধুরীকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি গহনা, ৫ লাখ টাকা মূল্যের ফার্নিচার এবং ৩ লাখ টাকা মূল্যের কাপড় ও কসমেটিক্স পণ্য প্রদান করে। কনেপক্ষ মেয়ের স্বর্ণালংকার, পোশাক এবং প্রায় দুই হাজার অতিথি আপ্যায়নের জন্য খাবার ও কনভেনশন হল বুকিং দেন বিয়ের চূড়ান্ত পর্ব আয়োজনের জন্য। আর ঠিক তখনই পলাতক হয়ে যান চতুর প্রতারক ডা. জুয়েল চৌধুরী। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতারক ডা. জুয়েল চৌধুরীর বিরুদ্ধে খুলশী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার (৯ জুলাই) আদালতের মাধ্যমে মামলা রুজু করা হবে। তবে দৈনিক কালবেলার অনুসন্ধান বলছে, এরই মধ্যে দেশ ছেড়ে কাতার পালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ডা. জুয়েল চৌধুরী। সুবিধাজনক সময়ে কাতারের প্লেনে চড়ে বসবেন তিনি।

তবে জুয়েল চৌধুরীর বিবাহ প্রতারণার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত বছর চট্টগ্রামের আরেক নারী চিকিৎসকের সঙ্গে এমন প্রতারণা করেন জুয়েল চৌধুরী। বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক গড়ে ঘনিষ্ঠতা বাড়িয়ে নগদ অর্থ এবং স্বর্ণালংকারের মতো দামি জিনিসপত্র হাতিয়ে নিয়েছিলেন সেখান থেকেও। এই প্রতারণায় মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী সেই নারী আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

ডা. জুয়েল চৌধুরী যেমন বিবাহ প্রতারণায় সিদ্ধহস্ত তেমনি জুয়েলের বাবা মৃদুল চৌধুরী ওরফে বিকাশ চৌধুরী চট্টগ্রামকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। মৃদুল চৌধুরী কাতারে স্বর্ণ চোরাকারবারি হিসেবে পরিচিত।

এসব বিষয়ে জানতে ডা. জুয়েল চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাংলাদেশি নম্বর বন্ধ পাওয়া যায়। কাতারের নম্বরে থাকা হোয়াটস অ্যাপে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১০

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১১

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১২

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৩

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৪

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৫

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৬

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৭

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৮

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৯

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

২০
X