রাজধানীতে শিডিউল মতো চলছে না মেট্রোরেল। সকালের দিকে ঠিকভাবে চলাচল শুরু হলেও পরে গিয়ে আর শিডিউল মতো চলছে না। দেরি হচ্ছে চলাচলে।
গতকাল বৃহস্পতিবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটে। অনেকেই ঘটনাটিকে ‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি হিসেবেই দেখিয়েছে।
তবে এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। তবে সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।
মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।
এদিকে শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মন্তব্য করুন